বিগ্রহ আনতে যেতে না পারলেও শিল্পা যথাবিহিত ভাবে গণপতিকে তাঁদের বাড়িতে অভ্যর্থনা জানালেন ৷ ওয়াকারের সাহায্যে দাঁড়িয়েই তিনি পুজো সমাপন করলেন ৷ ছবিতে দেখা গিয়েছে সাদা টি শার্ট ও কালো প্যান্টস পরে শিল্পা গণপতিকে বাড়িতে অভ্যর্থনা জানাচ্ছেন ৷ তাঁর স্বামী রাজের পরনে ছিল সাদা কুর্তা ও নীল জিন্স ৷ তবে রাজের মুখ ছিল ফেস শিল্ডের আড়ালে ৷
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই গণেশচতুর্থী, এই পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন
গত বছর খুবই বিপর্যস্ত পরিবেশে একাই গণেশচতুর্থীর সব আয়োজন সম্পন্ন করেছিলেন শিল্পা ৷ পর্নছবিকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ পাশাপাশি, পরিবারে এসেছিল কোভিডের হানা ৷ এ বার শিল্পা নিজে আহত হলেও পরিস্থিতি গত বারের থেকে অনেক অনুকূল ৷ তবে শিল্পা নিজে পায়ের আঘাতে কিছুটা বিপর্যস্ত ৷ তবে অভিনেত্রীর দৈনন্দিন কাজে বিশেষ ছন্দোপতন হয়নি ৷ তিনি শরীরচর্চার ছবিও শেয়ার করেছেন সমাজমাধ্যমে ৷
আরও পড়ুন : ‘ম্যায়ঁনে প্যায়ার কিয়া’-র ভাগ্যশ্রীর মতো চিরসুন্দরী থাকতে হলে তাঁর মতো আপনিও নিয়মিত খান এই সব্জি
কাজের দুনিয়াতেও তিনি বেশ ব্যস্ত ৷ রোহিত শেট্টীর ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পোলিস ফোর্স’-এ তিনি অভিনয় করছেন বিবেক ওবেরয় এবং সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ৷ এই সিরিজ দিয়েই তিনি আত্মপ্রকাশ করবেন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে ৷ সেখানেই তিনি শ্যুটিং করতে গিয়ে পায়ে আঘাত পান ৷ পাশাপাশি তাঁকে দেখা যাবে ‘নিকম্মা’ -তেও ৷ এ ছাড়াও তিনি অভিনয় করছেন ‘সুখী’ ছবিতে ৷