আর তার কারণ অবশ্যই রাহুলের ইনস্টাগ্রাম পোস্ট। সন্দীপ্তাকে নিয়ে সব সময় কথা এড়িয়ে যান রাহুল। তাঁরা কেবল ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। রাহুলকে ও সন্দীপ্তার তুইতুকারির সম্পর্ক। কোনও প্রেম নেই। এসব কথা তো জানা। তাহলে প্রশ্নটা এল কি নিয়ে? আসলে রাহুল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল অর্থাৎ সোশ্যাল মাধ্যমে প্রথম সন্দীপ্তার সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন। আর তা নিয়েই শুরু জল্পনা।
ছবি পোস্ট করে তিনি লেখেন, 'প্রিয়'। এভাবেই কি মনের কথা মানুষের সামনে তুলে ধরছেন রাহুল? নাকি কয়েকদিন ধরে তাঁর ও প্রিয়াঙ্কার সম্পর্ক ভালো হবে বলে যে কথা চালাচালি হচ্ছিল, এ ছবি তারই জবাব। প্রিয়াঙ্কা নন রাহুলের প্রিয় মানুষ কি তবে সন্দীপ্তা? ছবি দেখে ভক্তরা তো অন্তত তাই বলছেন। তবে এটি একটি সিরিয়ালের দৃশ্য। সেই ছবিই শেয়ার করেছেন রাহুল। হতে পারে তিনি প্রিয় সিরিয়াল বুঝিয়েছেন ! কিন্তু তা কি সম্ভব ! এসব নিয়ে চলছে জোর চর্চা। তার মাঝেই আবার ভক্তরা লিখছেন আমাদের , 'মাম্পি রাজাকে বেশি পছন্দ।' রাজার চরিত্রে 'দেশের মাটি' ধারাবাহিকে অভিনয় করছেন রাহুল। আর মাম্পির চরিত্রে রুকমা অভিনয় করছেন। এই জুটি নিয়েও চর্চা চলে। তবে রাহুল-সন্দীপ্তার জীবন প্রেমের নাকি শুধুই বন্ধুত্বের বন্ধনে বাঁধা থাকবে , তা বলবে ভবিষ্যৎ !