TRENDING:

Radhika Apte: সহকর্মীরা সবাই সার্জারি করে চেহারা বদল করছেন, আমি ক্লান্ত: রাধিকা আপ্তে

Last Updated:

Radhika Apte: সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রুপোলি জগতের উপরি চাকচিক্য তিনি মেনে চলেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনয়ে বার বার নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু তবুও রুপোলি জগৎ থেকে নিজেদের দূরে রাখেন রাধিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রুপোলি জগতের উপরি চাকচিক্য তিনি মেনে চলেন না। আজকাল অনেকেই নানারকম অস্ত্রোপচারের সাহায্য নেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। রাধিকা এই সব পছন্দ করেন না বলে জানিয়েছেন।
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে
advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, "আমি সত্যি হাঁপিয়ে উঠেছি ইন্ডাস্ট্রিতে যেভাবে লোকজন সার্জারি করাচ্ছে। নিজের মুখ ও শরীরে পরিবর্তন আনতে সার্জারি করেছেন ইন্ডাস্ট্রির এমন অনেক সহ অভিনেতাকে আমি চিনি।"

আরও পড়ুন- কোমর বেঁধে খুন্তি হাতে খিচুড়ি ভোগ রাঁধলেন নুসরত! মুহূর্তে ভাইরাল ছবি

অভিনেত্রী আরও বলছেন, "আমি এসবের সঙ্গে মানিয়ে নিতে পারি না। কাউকে দেখিওনা এগুলির পক্ষে বা বিপক্ষে যে সরব হচ্ছে। বরং এমন মানুষ দেখি ইন্ডাস্ট্রিতে, যারা নিজেরা বডি পজিটিভিটি নিয়ে কথা বলে। কিন্তু নিজেরাই সার্জারি করে। আমি এগুলি দেখে সত্যি ক্লান্ত।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেখতে দেখতে ১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন রাধিকা আপ্তে। যাত্রা শুরু হয়েছিল ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি ছবিতে একটি ছোট্ট চরিত্র থেকে। প্রসঙ্গত, জি ফাইভ-এ আসতে চলেছে রাধিকার আসন্ন ছবি ফরেন্সিক। এই ওটিটি শো-তে অভিনয় করেছেন বিক্রান্ত মাসেও। এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে রাধিকার হাতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Radhika Apte: সহকর্মীরা সবাই সার্জারি করে চেহারা বদল করছেন, আমি ক্লান্ত: রাধিকা আপ্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল