এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, "আমি সত্যি হাঁপিয়ে উঠেছি ইন্ডাস্ট্রিতে যেভাবে লোকজন সার্জারি করাচ্ছে। নিজের মুখ ও শরীরে পরিবর্তন আনতে সার্জারি করেছেন ইন্ডাস্ট্রির এমন অনেক সহ অভিনেতাকে আমি চিনি।"
আরও পড়ুন- কোমর বেঁধে খুন্তি হাতে খিচুড়ি ভোগ রাঁধলেন নুসরত! মুহূর্তে ভাইরাল ছবি
অভিনেত্রী আরও বলছেন, "আমি এসবের সঙ্গে মানিয়ে নিতে পারি না। কাউকে দেখিওনা এগুলির পক্ষে বা বিপক্ষে যে সরব হচ্ছে। বরং এমন মানুষ দেখি ইন্ডাস্ট্রিতে, যারা নিজেরা বডি পজিটিভিটি নিয়ে কথা বলে। কিন্তু নিজেরাই সার্জারি করে। আমি এগুলি দেখে সত্যি ক্লান্ত।"
advertisement
দেখতে দেখতে ১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন রাধিকা আপ্তে। যাত্রা শুরু হয়েছিল ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি ছবিতে একটি ছোট্ট চরিত্র থেকে। প্রসঙ্গত, জি ফাইভ-এ আসতে চলেছে রাধিকার আসন্ন ছবি ফরেন্সিক। এই ওটিটি শো-তে অভিনয় করেছেন বিক্রান্ত মাসেও। এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে রাধিকার হাতে।