TRENDING:

Rachana Banerjee Viral Video: "চাওয়া-পাওয়ার শেষ নেই, জীবনে কোথায় দাঁড়ি টানতে হবে সেটা জানি", রচনা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল

Last Updated:

শুধুই টাকার পিছনে ছুটতে নারাজ রচনা বন্দ্যোপাধ্যায়৷ জীবনকে সবরকম ভাবে উপভোগ করাতে বিশ্বাসী তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুধু টাকার পিছনে না ছুটে জীবন উপভোগ করার পরামর্শ দিচ্ছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনি তাঁর শোয়ে বিভিন্ন সময় নিজের জীবন দর্শন অন্যদের সঙ্গে ভাগ করে নেন৷ বিশেষ করে সেলিব্রিটিরা যখন তাঁর শোয়ে আসেন, তখন তাঁদের সঙ্গে গল্প করতে করতে অনেক কথা শেয়ার করেন অভিনেত্রী৷ এমনই একটি পর্বে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়, কল্যাণী মণ্ডল সহ আরও তিনজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন৷ সেখানেই একে অপরের সঙ্গে কথা বলতে বলতে রচনা বন্দ্যেপাধ্যায়ের একটি বক্তব্য খুবই পছন্দ হয় সকলের৷
Rachana Banerjee
Rachana Banerjee
advertisement

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি জীবনের সবদিক উপলব্ধি করতে চান৷ উপভোগ করতে চান জীবনের প্রতিটি মুহূর্ত৷ কাজই তাঁর কাছে সবকিছু নয়৷ কাজের বাইরেও যে একটি জগৎ রয়েছে, তা সকলের সামনে স্পষ্ট করেন দিদি নম্বর ওয়ানের জনপ্রিয় হোস্ট৷ রচনা বলেন, কাজ সব সময় থাকবে না৷ শরীর যতদিন চলবে ততদিন কাজ করে যাবেন তিনি৷

advertisement

আরও পড়ুনArjun Chakraborty in Anurager Chowa: ভাল লাগলেই কাজ করব, সবসময় এটা ভাবলে না খেয়ে মরতে হবে: অর্জুন চক্রবর্তী

তাঁর মতে চাওয়া আর পাওয়ার কোনও শেষ নেই৷ তাই শুধু কাজের পিছনে ছুটলে চলবে না, স্পষ্ট বলেন অভিনেত্রী৷ কাজের বাইরেও তাঁর জীবনের কিছু বিষয় রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তিনি জানেন যে কোথায় দাঁড়ি টানতে হবে, এবং সেভাবেই তিনি জীবেনর দিকগুলো বিচার করে চলেন৷ তাই তো দিদি নম্বর ওয়ানের শ্যুট ছাড়া অন্য কাজে তিনি খুব বেশি হাত দেন না৷ তিনি চাইলেই অনেক সিরিজ বা সিনেমা করতে পারতেন৷ কিন্তু তা হলে তাঁর নিজের বা পরিবারের জন্য সময় অনেকটাই কমে যেত, যা তিনি একেবারেই চান না৷

advertisement

কাজের পাশাপাশি পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটান রচনা বন্দ্যোপাধ্যায়৷ অভিনেত্রী তাঁর ছেলে বা বন্ধুদের সঙ্গে বেড়াতে যান৷ বাড়ির পুজোতে নিজেই সব কাজ করেন৷ অর্থাৎ শুধুই টাকার পিছনে ছুটতে তিনি নারাজ৷ জীবনকে সবরকম ভাবে উপভোগ করাতে বিশ্বাসী তিনি৷ তাঁর কথায় অন্যরাও সায় দেন, এবং তনুকা চট্টোপাধ্যায় বলেন যে রচনার এই কথা খুবই অনুপ্ররণাদায়ক৷

টিভির দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা মারাত্মক৷ তাঁকে বড় পর্দায় খুব কম দেখা যায়৷ সিনেমা বা সিরিজে তাঁর উপস্থিতি প্রায় নেই বললেই চলে৷ তিনি টেলিভিশনে রাজত্ব করেন৷ দিদি নম্বর ওয়ান রিয়ালিটি শো দেখেননি এমন বাঙালি কমই রয়েছে৷ শোটি যেমন পছন্দ সকলের, তেমনই শোয়ের হোস্ট রচনাও সকলের চোখের মণি৷

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rachana Banerjee Viral Video: "চাওয়া-পাওয়ার শেষ নেই, জীবনে কোথায় দাঁড়ি টানতে হবে সেটা জানি", রচনা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল