TRENDING:

বছর শেষে আসতে চলেছে রেস ৪, আপাতত চলছে চিত্রনাট্যের কাজ !

Last Updated:

ফ্র্যাঞ্চাইজির বাকি তিনটি সিকুয়েলের মতোই চতুর্থটিতেও স্ক্রিপ্টের দায়িত্বে রয়েছেন সিরাজ আহমেদ (Shiraz Ahmed)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রেস ৩ (Race 3)-এর পরে অনেকেই ভেবেছিলেন নির্মাতারা হয় তো রেস ফ্র্যাঞ্চাইজি আর এগিয়ে নিয়ে যাবেন না। বক্স অফিসে সাফল্য পেলেও রেস ৩-এর গল্প নিয়ে নির্মাতাদের সিনে সমালোচকদের যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তার পরেই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল আসা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়ে গিয়েছে রেস ৪ (Race 4)-এর কাজ। শুধু তাই নয়, নির্মাতারা বছর শেষে সিনেমাটিকে দর্শকদের সামনে আনতেও চাইছেন।
advertisement

বলিউড সূত্রের খবর, বর্তমানে রেস ৪-এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। ফ্র্যাঞ্চাইজির বাকি তিনটি সিকুয়েলের মতোই চতুর্থটিতেও স্ক্রিপ্টের দায়িত্বে রয়েছেন সিরাজ আহমেদ (Shiraz Ahmed)। চলছে পরিচালকের খোঁজও। প্রযোজক রমেশ তৌরানি (Ramesh Tauranil) শীঘ্রই পরিচালক নির্বাচন করবেন। একইসঙ্গে একবার চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পরেই অভিনেতাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে আগের দুই সিকুয়েলের দুই অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) অথবা সলমন খানের (Salman Khan) মধ্যে কেউ থাকবেন, না কি নতুন কোনও অভিনেতার দেখা পাওয়া যাবে, সেটাই এখন বিবেচ্য বিষয়।

advertisement

এখনও পর্যন্ত প্রথম দু'টি রেস-এ সইফ আলি খান মুখ্য চরিত্রে থাকলেও রেস ৩-তে দেখা যায় সলমন খানকে। অন্যদিকে, প্রথম দু'টি সিনেমা পরিচালনা করেছিলেন আব্বাস-মস্তান (Abbas-Mustan), যেখানে তৃতীয় সিকুয়েলটিতে পরিচালনার দায়িত্বে ছিলেন রেমো ডি'সুজা (Remo D’Souza)।

রেস সিনেমার টানটান চিত্রনাট্য আর চমৎকার গান বক্স অফিসে প্রথম থেকেই বাজিমাত করেছিল। এর পরই ফ্র্যাঞ্চাইজি একের পর এক সিকুয়েল আনতে থাকে। ২০০৮ সালে প্রথম রেস মুক্তি পেয়েছিল। সইফ আলি খান ছাড়াও রেসে দেখা গিয়েছিল বিপাশা বসু (Bipasa Basu), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), অনিল কাপুর (Anil Kapoor), সমীরা রেড্ডি (Samira Reddi), অক্ষয় খান্না (Akshay Khanna)-কে। এর পর রেস ২ (Race 2) আসে ২০১৩ সালে। দ্বিতীয় সিকুয়েলে নতুন সংযোজন হন দীপিকা পাডুকোন (Dipika Padukon), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং জন আব্রাহাম (John Abraham)। এর পর ২০১৮ সালে মুক্তি পায় রেস ৩। তবে তৃতীয় সিকুয়েলে মুখ্য চরিত্রে শুধু সলমন খানই আসেননি, বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীরই পরিবর্তন দেখা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশ জুড়ে কোভিড পরিস্থিতিতে সব কিছুই টালমাটাল অবস্থায় চলছে। সেক্ষেত্রে করোনার অবস্থা বুঝে শুরু হবে ছবির শ্যুটিং। তবে প্রাথমিক ভাবে চিত্রনাট্য শেষ হলে তবেই রেস ৪-এর মূল চরিত্রে কে থাকবেন তা বোঝা যাবে!

বাংলা খবর/ খবর/বিনোদন/
বছর শেষে আসতে চলেছে রেস ৪, আপাতত চলছে চিত্রনাট্যের কাজ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল