বাংলাদেশের ময়মনসিংহে জন্ম বনানী ঘোষের। বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষও সঙ্গীতজ্ঞ ছিলেন। মাত্র ৪ বছর বয়স থেকে সঙ্গীতের তালিম শুরু হয়। তাঁকে রুবি নামেই ডাকতেন পরিচিতরা। শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেই রবীন্দ্র সঙ্গীত শেখেন। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেরও অদ্ভুত মিল ছিল তাঁর।
আরও পড়ুন: জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা… আচমকাই বড় সিদ্ধান্ত কাজলের, কী করে ফেললেন তিনি
advertisement
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এই স্বনামধন্যা শিল্পী। পরে কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আকাশবাণীতে অডিশন দিতে যান। শুধু রবীন্দ্রসঙ্গীতই নয় তাঁর গাওয়া অতুলপ্রসাদী, রজনীকান্ত সহ অন্যান্য গানও শ্রোতাদের মন মুগ্ধ করেছেন এই শিল্পী।
পরে মার্কিন মুলুকে পারি দেন তিনি। ফ্লোরিডায় বসবাস করেন দীর্ঘদিন।বিদেশের মাটিতেও রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয়তা দিয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2023 3:41 PM IST
