হিন্দি বা অন্য ভাষার সব সিনেমাকে পিছনে ফেলে পুষ্পা ২: দ্য রুল-এর আয় হয় ১৭৫ কোটি টাকা! এর আগে প্রথমদিনে সব থেকে বেশি ব্যবসা করেছিল “আর আর আর”! ১৩৩ কোটি টাকা ছিল প্রথম দিনের আয়! সেই ব্যবসা ও রাজামৌলিকে পিছনে ফেলে সুকুমারের ‘পুষ্পা ২’ এগিয়ে যায়! এর আগে হিন্দি ভাষার ছবি হিসেবে সর্বাধিক ব্যবসা করেছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবি! ৬৫ কোটি টাকার কিছু বেশি! সেখানে শুধু মাত্র হিন্দি ভাষাতে পুষ্পা ২ ব্যবসা করে ৬৭ কোটি টাকার! পুষ্পা ২ যেকটি ভাষায় মুক্তি পেয়েছে, সব ভাষাতেই ব্যবসার নিরিখে এগিয়ে! তবে এবার আরও বড় রেকর্ড ভাঙল ‘পুষ্পা ২’!
advertisement
আরও পড়ুন: সারাদিনে একটা খেজুর খেলে কোন কোন রোগ দূর হবে জানেন? চমকে যাবেন
মাত্র দু’দিনে ‘পুষ্পা ২’ শুধু মাত্র ভারতে ব্যবসা করেছে ২৬৫ কোটি টাকার! আর গোটা বিশ্বব্যাপি ব্যবসা করেছে ৪০০ কোটি টাকার বেশি! রশ্মিকা ও আল্লু অর্জুন অভিনীত এই ছবি সব রেকর্ড ভেঙে ২ দিনেই ৪০০ কোটি পার করে গেল! এই ছবিতে অর্জুনকে লাল চন্দনকাঠের চোরা ব্যবসা করতে দেখা যায়! প্রথম ছবিটির সঙ্গে যোগ রেখেই মুক্তি পায় পুষ্পা ২! মুক্তি পেতেই শাহরুখ খান থেকে শুরু করে রাজামৌলি সকলকে পিছনে ফেলে এগিয়ে গেল অর্জুন-রশ্মিকা অভিনীত ছবি, “পুষ্পা ২: দ্য রুল”!