TRENDING:

বয়কটের মুখে 'লাল সিং চাড্ডা'! আমিরের পাশে দাঁড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Last Updated:

Laal Singh Chaddha: ভগবন্ত মান টুইটারে 'পারস্পরিক ভ্রাতৃত্ব' সম্পর্কে ছবিটির ইতিবাচক বার্তা সম্পর্কে কথা বলেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমির খান এবং করিনা কাপুর খানের 'লাল সিং চাড্ডা' সম্প্রতি মুক্তি পেয়েছে। দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় বয়কটের প্রবণতা সত্ত্বেও, মুখের ইতিবাচক কথা ছবিটিকে কিছুটা গতি পেতে সাহায্য করছে৷ রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও ছবিটি দেখেছিলেন। তিনি আমির এবং তাঁর দলের জন্য প্রশংসা করেছিলেন।
advertisement

'লাল সিং চাড্ডা' হল টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল রিমেক। এতে মোনা সিং এবং নাগা চৈতন্যও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

আরও পড়ুন: নয়া লুকে ইশান! প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও সাহসিকতাকে সম্মাণ জানিয়ে প্রকাশ্যে এল 'পিপা'-র টিজার

ভগবন্ত মান টুইটারে 'পারস্পরিক ভ্রাতৃত্ব' সম্পর্কে ছবিটির ইতিবাচক বার্তা সম্পর্কে কথা বলেছেন। তিনি টুইট করেছেন, "আজ আমি "লাল সিং চাড্ডা" সিনেমাটি দেখার সুযোগ পেয়েছি... এমন একটি সিনেমা যা পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখার এবং কোমল হৃদয়ে ঘৃণার বীজ জন্মাতে না দেওয়ার বার্তা দেয়... আমির খান এবং তাঁর দলের সবাইকে অভিনন্দন..." তিনি পাঞ্জাবি ভাষায় একই টুইট করেছেন।

advertisement

আরও পড়ুন: গোটা সপ্তাহ জুড়ে মধুচন্দ্রিমা! মান-অভিমান ভুলে খুশির জোয়ারে ভাসলেন গাঁটছড়ার তিন জুটি

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এদিকে অভিনেতা হৃতিক রোশনও সপ্তাহান্তে ছবিটি দেখেছেন। আমিরের অভিনয়ের প্রশংসা করেও থামতে পারেননি তিনি। তিনি লিখেছেন, "এইমাত্র লাল সিং চাড্ডা দেখেছি। আমি এই ছবিটির হৃদয় অনুভব করেছি। প্লাস এবং মাইনাস বাদ দিয়ে, এই মুভিটি দুর্দান্ত। বন্ধুরা এই সিনেমা মিস করবেন না! যান! এখনই দেখুন। এটি সুন্দর। শুধু সুন্দর " তিনি টুইট করার পরেই, নেটিজেনরা ট্রেন্ডিং শুরু করেছে #BoycottVikramVedha। ছবিতে সইফ আলি খানের সঙ্গে দেখা যাবে হৃতিককে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়কটের মুখে 'লাল সিং চাড্ডা'! আমিরের পাশে দাঁড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল