ঘটল এমনটাই ৷ পুরো কাব্যটাই শুরু হল ‘জয় গঙ্গাজল’ নিয়ে ৷ আপাতত, সেন্সরের ঘরে মুক্তি অপেক্ষায় রয়েছে প্রকাশ ঝা-র নতুন ছবি ‘জয় গঙ্গাজল’ ৷ সেই ‘জয় গঙ্গাজল’-এর কিছু দৃশ্য ও সংলাপকেই বাদ দিতে তৎপর হয়ে উঠেছে সেন্সর বোর্ড ৷ শুধু তাই নয়, ছবির সার্টিফিকেশন নিয়েও শুরু হয়েছে বিপত্তি ৷ প্রকাশ ঝা জানিয়েছেন, ‘সেন্সর বোর্ডের কিছু মেম্বার জয় গঙ্গাজলকে U/A সার্টিফিকেট দিতে চাইলেও, কিছু মেম্বার শুধুমাত্র A সার্টিফিকেশনের কথা বলেছ ৷ এই নিয়ে আমি সেন্সর বোর্ডকে চিঠিও দিয়েছি ৷ কিন্তু লাভ হয়নি কিছু ৷’
advertisement
প্রকাশের কথা অনুযায়ী, ‘জয় গঙ্গাজল’ ছবিতে প্রিয়াঙ্কার মুখে বহুবার শোনা যাবে ‘শালা’ শব্দটি ৷ রয়েছে বেশ কিছু খুনের দৃশ্য ৷ সেই নিয়েই নাকি মন্তব্য তুলেছে সেন্সর ৷ তবে প্রকাশ জেদ ধরেছেন ‘জয় গঙ্গাজল’কে কখনই তিনি পেতে দেবেন না A সার্টিফিকেট !