TRENDING:

প্রিয়ঙ্কার মেয়ে মালতির জীবনে এখন তিন সদস্য! তাঁদের সঙ্গেই কাটে ছুটির দুপুর

Last Updated:

Priyanka Chopras daughter Malti: দ্বিতীয় ক্লিকে মালতী তাঁর খেলার মাদুরে শুয়ে রয়েছেন। সঙ্গে রয়েছে পোষ্য জিনো, ডায়ানা এবং পান্ডা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া রবিবার মেয়ে মালতি মেরির ক্রিয়াকলাপ ক্যামেরাবন্দি করছিলেন। অভিনেত্রী প্রথমে বইয়ে নিমগ্ন মালতীর একটি ছবি শেয়ার করেছিলেন, দ্বিতীয় ক্লিকে মালতী তাঁর খেলার মাদুরে শুয়ে রয়েছেন। সঙ্গে রয়েছে পোষ্য জিনো, ডায়ানা এবং পান্ডা। ছবির ক্যপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার সব বাচ্চা। নিখুঁত মুহূর্ত,”।
advertisement

এবছর 'মাদার্স ডে' উপলক্ষে প্রিয়ঙ্কা এবং নিক তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমবারের জন্য পরিচয় করিয়ে দিলেন মালতিকে। এনআইসিইউতে ১০০দিনেরও বেশি দিন কাটানোর পরে এই দম্পতি তাদের মেয়েকে বাড়িতে স্বাগত জানায়। প্রিয়াঙ্কার পোস্টে লেখা হয়েছে, “এই মাদার্স ডে'তে আমরা সাহায্য করতে পারি না কিন্তু এই গত কয়েক মাস আমরা যে রোলারকোস্টারের মতো সময় কাটিয়েছিলাম যা আমরা এখন জানি, অনেক লোক সে অভিজ্ঞতা পেয়েছে। ১০০ দিনের বেশি NICU তে থাকার পর, আমাদের ছোট্ট মেয়েটি অবশেষে বাড়িতে এসেছে। প্রতিটি পরিবারের যাত্রা অনন্য এবং এরজন্য একটি নির্দিষ্ট স্তরের বিশ্বাসের প্রয়োজন। আমাদের চ্যালেঞ্জিং কয়েকটি মাস ছিল, তবে প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান এবং নিখুঁত তা বলার আর অপেক্ষা রাখে না। আমরা আনন্দিত যে আমাদের ছোট্ট মেয়েটি অবশেষে বাড়িতে এসেছে, এবং শুধু Rady Children’s La Jolla এবং Cedar Sinai, Los Angeles-এর প্রত্যেক ডাক্তার, নার্স এবং বিশেষজ্ঞকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা পথের প্রতিটি ধাপে নিঃস্বার্থভাবে ছিলেন। আমাদের পরবর্তী অধ্যায় এখন শুরু হয় এবং আমাদের শিশুটি সত্যিই একটি বদমাশ। মা আর বাবা তোমাকে খুব ভালোবাসে।"

advertisement

আরও পড়ুন: 'সুখী ভবিষ্যত চাই'! করণ এবং ভিকির চাপে কিয়ারার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

আরও পড়ুন: সাত বন্ধুর 'ব্রাদার্স' হয়ে ওঠার গল্প বললেন দেবদূত ঘোষ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়াকে 'সিটাডেল'-এ দেখা যাবে, রুশো ব্রাদারদের দ্বারা সমর্থিত একটি ওয়েব সিরিজ। এছাড়াও তাঁর তালিকায় রয়েছে বলিউড ফিল্ম ‘জি লে জারা’,সহ-অভিনেতা রয়েছে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়ঙ্কার মেয়ে মালতির জীবনে এখন তিন সদস্য! তাঁদের সঙ্গেই কাটে ছুটির দুপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল