TRENDING:

Priyanka Chopra: ফের বলিউড থেকে মুখ ফেরালেন প্রিয়াঙ্কা? আলিয়া-ক্যাটের সঙ্গে ছবিতে 'না'! ফারহানের ছবিতে তাঁর পরিবর্তে কে

Last Updated:

সম্প্রতি জানা গিয়েছে ফারহান এই ছবিটি আপাতত স্থগিত রাখছেন। কী কারণে এই সিদ্ধান্ত তা প্রকাশ্যে না এলেও গুঞ্জন প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি থেকে সরে এসেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিছুদিন আগে ফারহান আখতার জানিয়েছিলেন ‘জি লে জারা’ নামে একটি নতুন ছবি আনছেন তিনি। ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবির ঘোষণা হতেই সিনে প্রেমীদের একাংশ ভেবে ছিলেন ‘জিন্দেগি মিলেগি না দোবারা’র মতো আরেকটি ছবি আসছে, তবে তা মহিলা কেন্দ্রিক। ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ নস্টালজিয়া সঙ্গে দুর্দান্ত কাস্ট ফলে সকলেই খুব উৎসাহি ছিল এই ছবিটি নিয়ে। তবে সম্প্রতি জানা গিয়েছে ফারহান এই ছবিটি আপাতত স্থগিত রাখছেন। কী কারণে এই সিদ্ধান্ত তা প্রকাশ্যে না এলেও গুঞ্জন প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি থেকে সরে এসেছেন।
advertisement

মুভিফাইড বলিউডের ট্যুইটারের একটি পোস্ট অনুয়ায়ী, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবি থেকে সরে দাঁড়ানোর ফলে তাঁর জায়গায় কিয়ারা আডবানীকে ভাবা হচ্ছে। অভিনেত্রী বা চলচ্চিত্র নির্মাতার কেউ অবশ্য এই বিষয়টি নিয়ে এখন মুখ খোলেননি। তবে এ বিষয়ে অবশ্য নানা জনের নানা মত। বহু সিনেপ্রেমী ইতিমধ্যেই জানিয়েছেন তাঁদের মতে কে সেরা। অনেকেই বলেছেন, অনুষ্কা শর্মাকে এই চরিত্রে ভাবা যেতে পারে। আবার অনেকের মতে দীপিকা পাড়ুকোনই সেরা।

advertisement

আরও পড়ুন: রামচরণের পরিবারে নতুন সদস্য, ১১ বছরের অপেক্ষার পর নাতনির আগমন চিরঞ্জীবীর পরিবারে, কী নাম রাখা হল তার?

এর আগে, বলিউড হাঙ্গামা সূত্রের খবর অনুয়ায়ী জানায়, তারকাদের তারিখ নিয়ে সমস্যা থাকার দরুন এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে তাঁদের একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তাই ছবিটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ২০২৩ সালে শ্যুটিংয়ের ডেট দিতে পারেননি। হলিউডের তাঁর কাজ চলছিল।

advertisement

আরও পড়ুন: আদৃতের সঙ্গে বিয়ে ভেঙে নতুন প্রেমিকের সঙ্গে আংটি বদল! উদয়-অনামিকার বিয়েতে সিডের সেই প্রাক্তন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফারহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ২০২৪ সালে ‘জি লে জারা’-এ জন্য আলিয়া সময় দিতে পারবেন না। আলিয়া ইতিমধ্যেই ২০২৪-এ ‘রামায়ণ’ এবং ‘বৈজু বাওরার’ জন্য ডেট দিয়ে ফেলেছেন। তাই ফারহান জানান সঠিক সময়ের জন্য তিনি অপেক্ষা করবেন। তাই আপাতত ছবিটি বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই দাবি সূত্রের।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra: ফের বলিউড থেকে মুখ ফেরালেন প্রিয়াঙ্কা? আলিয়া-ক্যাটের সঙ্গে ছবিতে 'না'! ফারহানের ছবিতে তাঁর পরিবর্তে কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল