TRENDING:

ওবামার সঙ্গে ডিনারে যাবেন প্রিয়াঙ্কা?

Last Updated:

আজকাল খুব ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ৷ হাতে তাঁর নেই একটুও সময় ৷ একদিকে টেলিভিশন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’, তো অন্যদিকে হলিউড ছবি ‘বেওয়াচ’ ৷ তাই তো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও না করলেন বলিউডের পিগি চপস !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজকাল খুব ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া ৷ হাতে তাঁর নেই একটুও সময় ৷ একদিকে টেলিভিশন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’, তো অন্যদিকে হলিউড ছবি ‘বেওয়াচ’ ৷ তাই তো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও না করলেন বলিউডের পিগি চপস !
advertisement

গপ্পোটা হল, কিছুদিন আগেই খবরে এসেছিল হোয়াইট হাউজের ডিনারে নাকি আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর সেই আমন্ত্রণ নিয়েই আপাতত, বেশ চিন্তায় তিনি ৷ পিগির কথায়, ‘হাতে একদম সময় নেই ৷ পর পর শ্যুটিংয়ের ডেট ৷ এই অবস্থায় জানি না কীভাবে সময় দেব অন্য সব কিছুকে ৷ তাই বারাক ওবামার সঙ্গে নৈশভোজটা শেষমেশ হবে কিনা, তা নিয়ে বেশ চিন্তায় আছি !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওবামার সঙ্গে ডিনারে যাবেন প্রিয়াঙ্কা?