TRENDING:

Priyanka Chopra in Mumbai: বোন পরিণীতির রোকায় যোগ দিতেই কি সপরিবারে মুম্বইয়ে প্রিয়ঙ্কা, বাড়ছে জল্পনা

Last Updated:

Priyanka Chopra in Mumbai: কয়েক দিন ধরেই রাজনীতিক রাঘব চড্ঢার সঙ্গে পরিণীতি বিয়ে হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন৷ তাঁদের সম্পর্ক বেশ চর্চিত কিছু দিন ধরেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মু্ম্বই : শুক্রবার বিকেলে স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতীকে নিয়ে মুম্বই পৌঁছলেন প্রিয়ঙ্কা চোপড়া৷ কালিনা বিমানবন্দরে তারকাকে সপরিবার দেখা যেতেই বলিউডের অন্দরমহলে ছড়িয়ে পড়ে গুঞ্জন৷ তাহলে কি বোন পরিণীতি চোপড়ার রোকায় যোগ দিতে এসেছেন তিনি? প্রসঙ্গত গত কয়েক দিন ধরেই রাজনীতিক রাঘব চড্ঢার সঙ্গে পরিণীতি বিয়ে হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন৷ তাঁদের সম্পর্ক বেশ চর্চিত কিছু দিন ধরেই৷
advertisement

শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুই পরিবার এক হয়ে যোগ দেবে রোকায়৷ বিয়েরও খুব বেশি দেরি নেই৷ প্রিয়ঙ্কাকে মায়ানগরীতে দেখা যেতেই আরও জোরদার হল জল্পনা৷ তবে বিয়ের জল্পনায় প্রিয়ঙ্কা বা পরিণীতি কেউই এখনও পর্যন্ত সিলমোহর দেননি৷ সংবাদমাধ্যমে প্রকাশ, পরিণীতির সম্ভাব্য বয়ফ্রেন্ড রাঘব চড্ঢার সঙ্গে আলাপ করতে পারেন প্রিয়ঙ্কা৷ তাঁর মু্ম্বই আগমনের সঙ্গে জড়িয়ে আছে সিটাডেলের প্রচারপর্বও৷ তবে পরিবারের জন্য নাকি এবার বেশ কিছুটা সময় রাখছেন প্রিয়ঙ্কা৷ তিনি এসেছেন বলে ঘরোয়া অনুষ্ঠানও হতে পারে৷

advertisement

আরও পড়ুন :  বলিউডে ফের বিয়ের সানাই? পুরনো বন্ধু এই রাজনীতিকের সঙ্গে পরিণীতির রোকার দিন নাকি সামনেই

ইতিমধ্যে আবার পরিণীতির সহ-অভিনেতা হ্যারি সাঁধু জানিয়েছেন রাঘবের সঙ্গে অভিনেত্রীর বিয়ে হচ্ছে৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘আমি খুব খুশি যে বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে৷ আমি তাঁকে শুভেচ্ছা জানাই৷’’ ‘কোড নেম: তিরঙ্গা’ ছবির শ্যুটিঙের সময় নাকি তাঁদের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা হত৷ পরিণীতি বলতেন রাঘবকে ‘‘আমি সেদিনই বিয়ে করব যেদিন মনে হবে আমি উপযুক্ত মনের মানুষ খুঁজে পাই৷’’

advertisement

আরও পড়ুন :  এই ছবিতে আছেন যিশুও, শকুন্তলা সাজতে কত কোটির সোনা হিরের গয়না সামান্থা পরছেন জানলে চোখ কপালে উঠবে

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহাসিক নিদর্শন, টেরাকোটার নিদর্শনে ভরপুর দাসপুরের প্রাচীন মন্দিরগুলি, দেখলেই মন ভরবে
আরও দেখুন

বুধবার রাতে রাঘব এবং পরিণীতিকে একসঙ্গে দেখা যায় দিল্লি বিমানবন্দরে৷ ফলে তাঁদের বিয়ের সম্ভাবনা আরও পল্লবিত হয়ে ওঠে৷ শোনা যাচ্ছে ডিজাইনার মনীশ মালহোত্রার কাছে গিয়ে রোকার পোশাকও পছন্দ করেছেন পরিণীতি৷ এখন তাঁকে রিয়েল লাইফে বধূবেশে দেখার অপেক্ষায়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Chopra in Mumbai: বোন পরিণীতির রোকায় যোগ দিতেই কি সপরিবারে মুম্বইয়ে প্রিয়ঙ্কা, বাড়ছে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল