যে কোনও কনসার্টে নিক হাজির হলেই উচ্ছ্বাসে ফেটে পড়েন নিকের মহিলা ভক্তরা ৷ জুড়ে দেন চূড়ান্ত পাগলামি ৷ সম্প্রতি জোনাস ব্রাদার্সের একটি কনসার্টে নিজের অন্তর্বাস খুলে উপহার দিলেন এক মহিলা ভক্ত ৷ তবে সেই উপহারখানি মঞ্চ অবধি গিয়ে পৌঁছয়নি ৷
মজার বিষয়টি হল সেই কনসার্টে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ গোটা ঘটনাটি ঘটে তাঁরই সামনে ৷ বলা ভাল, নিজের পরণের অন্তর্বাসটি খুলে প্রিয় শিল্পীকে তিনি উপহার দিতে চান। প্রিয়াঙ্কাকে সেই অন্তর্বাসটি নিকের কাছে পৌঁছে দিতে অনুরোধ জানান ওই ভক্ত। আনন্দের সঙ্গেই সেই আবেদনে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বলিউড সুন্দরী। অন্তর্বাসটি কুড়িয়ে নেন প্রিয়াঙ্কা ৷ এবং তা স্বামীর কাছে পৌঁছেও দেন তিনি ৷ আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন
প্রথম পারফরম্যান্স! জিংগাত-এর তালে স্কুলের মঞ্চ মাতালো হেমা মালিনীর নাতনি রাধ্যা
