TRENDING:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট মুম্বইতে ১২ জুলাই একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন৷ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও অনন্ত-রাধিকাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট মুম্বইতে ১২ জুলাই একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন৷ তাঁদের বিবাহ বাসরে যেন তারকাদের মেলা বসেছে৷ দেশ-বিদেশের একাধিক তারকারা একসঙ্গে নাচে-গানে মাতিয়ে রেখেছেন রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ জমজমাট বিয়ের অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে৷
অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি
অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি
advertisement

শুরু হল নতুন পথচলা৷ নবদম্পতি অনন্ত-রাধিকাকে সকলেই নতুন জীবনের শুভেচ্ছা, ভালবাসা ও শুভকামনা জানিয়েছেন৷ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও অনন্ত-রাধিকাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

অনন্ত-রাধিকার বিয়ের দিনের সুন্দর ছবি শেয়ার করে প্রীতি জিন্টা বলেন, ‘শুভেচ্ছা অনন্ত ও রাধিকাকে,অনন্ত, রাধিকা এবং সমগ্র আম্বানি ও বণিক পরিবারকে অভিনন্দন। স্বামী এবং স্ত্রী হিসাবে দু’জনে একসঙ্গে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে দুজনের প্রচুর ভালবাসা, সুখ, হাসি এবং একতা কামনা করছি৷’ অভিনেত্রীর এই পোস্ট এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

advertisement

অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট ৷ যেখানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড ও আন্তর্জাতিক তারকা। এর মধ্যে কিম কার্দাশিয়ান, জন সিনা, সলমান খান, শাহরুখ খান, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং জাহ্নবী কাপুর সহ আরও অনেকে।

advertisement

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত সপ্তাহে মামেরু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উদযাপন। মুম্বইয়ে পারিবারিক বাসভবন অ্যান্টিলিয়াতে এই মামেরু অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি।গত শুক্রবারই ধুমধাম করে অনন্ত-রাধিকার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর জন্য ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আজ ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল