‘পদ্মশ্রী’ সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ সুখবর পাওয়ার পরই অভিনেতাকে ঘিরে শুভেচ্ছার বন্যা৷ রবিবারই প্রসেনজিৎকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে করে শুভেচ্ছা জানালেন অভিনেতা দেব৷ ট্যুইটে দেব লিখেছেন, ‘‘পদ্মশ্রী পাওয়ার জন্য অনেক শুভেচ্ছা প্রসেনজিৎদা৷ তোমার জন্য ভীষণ খুশি এবং গর্বিত৷ তুমি এর যোগ্য প্রাপক৷’’
প্রসেনজিতের পাশাপাশি বাংলা থেকে মোট ১১ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ বাংলা থেকে এই সেরার মকুট পরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, হরিমাধব মুখোপাধ্য়ায়, জ্যোতিষ দেবনাথ, অশোককুমার হালদার, শ্রীকুমার বোস, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, সরোজ মণ্ডল। এঁদের মধ্যে শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন শ্রী অশোক কুমার হালদার৷ শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তবলাবাদক কুমার বসু, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য।
advertisement
