সমকামী প্রেমের গল্পে অভিনয় করছেন প্রান্তিক। পুরোপুরি ভিন্ন ধরনের মিউজিক ভিডিওতে অভিনয় করছেন প্রান্তিক। গানটির নাম 'রামধনু'। পরিচালনায় অর্পণ বসাক। রামধনুর সাত রঙের ছোঁয়া থাকছে এই গল্পে। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছেন শিল্পী টাইজেন রোহানের।
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
advertisement
গানটি গাইছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী। 'পান্ডব গোয়েন্দা' সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই প্রথম গান গাইছেন তিনি। অভিনেতা থেকে গায়কের ভূমিকায়। অন্যদিকে প্রান্তিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে উদয় শঙ্কর সামন্তকে।
আরও পড়ুন: ১০ বছর পরে ঘরে ফিরলেন মিঠুন, ফের টেলিভিশন কাঁপাতে আসছেন মহাগুরু
গানটির সিনেমাটোগ্রাফি করছেন অর্ণব গুহা। গানটির সুর দিয়েছেন সমীরণ বাড়ুই। চলতি মাসে শ্যুটিং শুরু হবে কলকাতা শহরে।