আর বাঁচানো গেল না৷ কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা৷ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা জনি লিভার। দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা।
advertisement
একাধিক ছবি এবং হিন্দি ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন সতীশ শাহ৷ শুধু তাই নয়, একাধিক ছবিতেও তাঁর অসাধারণ ভূমিকার জন্য বিখ্যাত প্রবীণ অভিনেতা সতীশ শাহ। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ার’-এর মতো চলচ্চিত্রের জন্য বিখ্যাত এই অভিনেতা ৭৪ বছর বয়সে চলে গেলেন।
আরও পড়ুন-নামের শুরুতেই ‘A’ রয়েছে? আছে প্রচুর গুণ, দোষও কম নয়, সৎ না অসৎ! জানুন কেমন হয় এদের চরিত্র?
সতীশ শাহের মৃত্যুর খবর শেয়ার করে দীর্ঘদিনের বন্ধু, পরিচালক অশোক পণ্ডিত লেখেন, ‘দুঃখিত এবং মর্মাহত যে আমাদের প্রিয় বন্ধু এবং একজন মহান অভিনেতা সতীশ শাহ কিডনি বিকল হওয়ার কারণে মারা গেছেন। তাকে দ্রুত হিন্দুজা হাসপাতালে নেওয়া হয় যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। ওম শান্তি।’
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা সতীশ৷ কিছুদিন আগেই অপারেশনও হয়েছিল সতীশ৷ শারীরিক অবস্থার অবনতি হতেই তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়, তবু শেষরক্ষা হল না৷ সকলকে কাঁদিয়ে শনিবার না ফেরার দেশে চলে গেলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ অভিনেতার। তার ম্যানেজার জানিয়েছেন, আপাতত অভিনেতার দেহ হাসপাতালেই রাখা হবে । এবং অভিনেতার শেষকৃত্য রবিবার সম্পন্ন হবে।
চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তাঁর স্মরণীয় ভূমিকার মাধ্যমে, সতীশ শাহ ভারতীয় সিনেমা এবং টেলিভিশন জগতে একটি পরিচিত নাম হয়ে ওঠেন। তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) তে প্রশিক্ষণ নেন। তিনি অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান (১৯৭৮) দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেন।
১৯৮৩ সালের চলচ্চিত্র ‘জানে ভি দো ইয়ারো’তে তাঁর আইকনিক অভিনয়ের মাধ্যমে তিনি কাল্ট স্ট্যাটাস অর্জন করেছিলেন। কুন্দন শাহ পরিচালিত ছবিতে তিনি মিউনিসিপ্যাল কমিশনার ডি’মেলোর ভূমিকায় অভিনয় করেছিলেন। সতীশ শাহ শক্তি, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যা হুন না’, ‘কাল হো না হো’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’ এবং অন্যান্য ছবিতে অভিনয় করেছেন।
টেলিভিশনে, ‘সারাভাই ভার্সেস সারাভাই’-তে ইন্দ্রবদন সারাভাই চরিত্রে শাহের ভূমিকা ভারতীয় টিভির সবচেয়ে আইকনিক কমিক পারফরম্যান্সগুলির মধ্যে একটি হিসাবে স্মরণ করা হয়। সতীশ শাহ তাঁর স্ত্রী মধু শাহকে রেখে গেছেন।
