সম্প্রতি তিনটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। নিমেষে ভাইরাল সে ছবিগুলি। তুলেছেন বিখ্যাত চিত্রগ্রাহক রফিক সৈয়দ। সাদা কালো সেই তিনটি ছবিতে দেখা যাচ্ছে, পুনমের শরীরের উপরের অংশ অনাবৃত। কেবল দু'হাত দিয়ে ঢাকা উন্মুক্ত বক্ষ। চুল বাঁধা আঁটোসাঁটো করে। ছবিগুলির ক্যাপশনে লেখা, 'সব কিছু সাদা কালো নয়।'
এর আগেও অনাবৃত হয়ে বারবার প্রকাশ্যে এসেছেন। এমনকি টেলিভিশনের পর্দাতেও প্রায় নগ্ন হয়েছিলেন পুনম। একবার কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো ‘লক আপ’-এ তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভক্তদের চমকে দেবেন তিনি। কথা রেখে সেই অনুষ্ঠানেই ক্যামেরার সামনে পোশাক খোলেন সেই মডেল। একবার সেই শো-তেই গামলায় বসে সকলের সামনে স্নান করেন পুনম। যদিও অন্তর্বাস পরেই ছিলেন।
আরও পড়ুন: অনাবৃত অবস্থায় ধরা দেন তিনি! বিকিনিতে বন্য রূপে পারদ চড়ালেন পুনম পান্ডে
আরও পড়ুন: দু'টুকরো পোশাকের ফাঁক দিয়ে উথলে উঠছে যৌবন, পুনমের ছবিতে তীব্র উষ্ণতা
তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক। প্রায় সম্পূর্ণ অনাবৃত অবস্থায় নিজেকে মেলে ধরতে দু'বার ভাবেন না তিনি। তা ছাড়া এর আগে বারবার শিরোনাম দখল করছিলেন নিজের প্রাক্তন স্বামী স্যাম বম্বের সঙ্গে বিবাদের জেরে। পুনমের অভিযোগের ভিত্তিতেই কারাবাস হয় স্যামের। তার পরে বিবাহ বিচ্ছেদ।