পুনম(Poonam Pandey) মাঝে মধ্যেই এমন কিছু করেন বা বলেন, যা সকলকে অবাক করে দেয়। এই যেমন নিজের বিয়ে নিয়েও তো কম জল ঘোলা করেননি তিনি। বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে থানায় যান তিনি। যদিও সে অভিযোগ নিজেই আবার তুলে নেন। যে স্বামীকে কিনা তিনি ডিভোর্স দেবেন বলছিলেন, তাঁর গলা জড়িয়ে ফের ভিডিও পোস্ট করতেও দু'বার ভাবেন না তিনি।
advertisement
শুধু কি তাই! পুনমের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গেলে দেখবেন, গোটাটাই নগ্ন ভিডিওতে ভরে রেখেছেন তিনি। নানা ভাবে ভক্তদের টিজ করেন তিনি। যদিও সফট পর্নে তাঁর জনপ্রিয়তা অনেকটাই। মডেলিং বা সিনেমায় তেমন কিছুই করতে পারেননি তিনি। তবে চর্চায় আসা বন্ধ নেই তাঁর। পুনম জানেন খবরে আসতে হলে কী করতে হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুনম(Poonam Pandey) একটি ভিডিও শেয়ার করেছেন। গাড়িতে বসে আছেন তিনি। হঠাৎ নিজের শরীরে ঝাকাতে থাকেন তিনি। দেখে মনে হচ্ছে কেউ যেন তাঁর শরীর ছুঁয়ে দেখছে। কিন্তু গাড়িতে পুনম ছাড়া তো কেউ নেই। তবে কি! পুনম এই ভিডিও পোস্ট করে লেখেন, তাঁর পাশের সিটে নাকি একটা ভূত বসে ছিল। আর সেই ভূত তাঁর সঙ্গে শারীরীক সম্পর্ক তৈরি করতে চাইছিল। এই কমেন্ট দেখে হেসে খুন নেটিজেনরা।
আরও পড়ুন: রচনা কী ডিভোর্সি না সিঙ্গল মাদার! বরের কথা কেন বলেন না তিনি? জানুন আসল ঘটনা
অনেকে বলেছেন, ভূতের আর কাজ নেই! শেষে পুনমকে(Poonam Pandey) ধরল! আবার কেউ বলেছেন, এই সব সস্তার পাবলিসিটি করার কি দরকার। তবে তাতে কিছু আসে যায় না। এই ভাবে খবরে আসতে পারলে ক্ষতি কি!