বিয়ের এক বছরের মধ্যেই পুনম (Poonam Pandey) প্রেগন্যান্ট। তবে এ কথায় আপাত্তি আছে জনপ্রিয় মডেল পুনমের। সম্প্রতি একটি ইন্টারভিউতে পুনম জানিয়েছেন তিনি মোটেও মা হচ্ছেন না। সবটাই গুজব। তিনি বলেন, "আমার জীবনের সব কিছুই খোলা পাতার মতো। সবাই সবটা জানতে পারে। আমি নিজেই জানাই। জোর জবরদস্তি আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না। আমি মোটেও মা হচ্ছি না। "
advertisement
২০২০ সালে তিনি বিয়ে করেন স্যাম বম্মেকে। ধুমধাম করে হানিমুন করেন পুনম। সে সব ছবি ভিডিও পোস্ট করতে থাকেন। তার মাঝেই পুনম বলে বসেন তাঁর স্বামী নাকি শ্লীলতাহানি করেছেন। শারীরিক নির্যাতন করছেন। এর পর থানায় অভিযোগ করেন পুনম (Poonam Pandey) । বিয়ের কয়েকদিনের মধ্যেই এই অভিযোগে গ্রেফতার করা হয় স্যাম বোম্মেকে। কিন্তু ফের অবাক করেন পুনম। তিনি নাটকীয় ভাবে গল্পে নতুন মোড় আনেন। বলেন স্যাম নির্দোষ। ব্যস ছাড়া পান স্বামী। ফের এক সঙ্গে দু'জনে ছবি পোস্ট করেন।
আসলে খবরে থাকার জন্য পুনম (Poonam Pandey) করতে পারেন না এমন কিছুই নেই। যদিও সেই সময়ের পরে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে আর চর্চা হয়নি। কিন্তু এবার চর্চায় পুনমের মা হওয়ার গল্প। তবে পুনম নিজেই এবার জানালেন যে সবটাই গুজব। তাঁকে জোর করে সন্তান সম্ভবা বলা হচ্ছে। যা নিয়ে প্রবল আপত্তি রয়েছে পুনমের। যদিও এসব নিয়ে ফের একবার চর্চায় এলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পুনমের ভক্ত সংখ্যা কিন্তু কম নয়।