সদ্য তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিও নিয়েই যত গোল! ভিডিওতে দেখা যাচ্ছে বিকিনি পরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন পুনম। সুইমিংপুলের ধারে! আর সুইমিংপুলে খালি গায়ে স্নান করছেন একাধিক পুরুষ। বেশ অনেকগুলো ক্যামেরা তাঁর দিকে তাক করা! দেখে মনে হতেই পারে নীল ছবির শ্যুটিং! এই ভিডিও দেখেই সোশ্যাল মাধ্যমে নেটিজেনরা কমেন্ট করেছেন, অবশেষে নীল ছবিতে অভিনয় শুরু করলেন? আবার কেউ লিখেছেন, কেন এই অশ্লীল ভিডিও পোস্ট করেছেন? যদিও তাতে পুনম জবাব দেননি।
advertisement
তবে জানা গিয়েছে এটি নীল ছবির শ্যুটিং নয়। পুনম নিজেই ভিডিওতে ক্যাপশন দিয়ে জানিয়েছেন, সামনেই আমার একটা দারুন উত্তেজক কাজ আসছে। একটা জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এটা তারই ঝলক। পুরো ভিডিও আসছে।" অতএব নীল ছবির শ্যুটিং নয় এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। প্রসঙ্গত, পুনমের পার্সোনাল জীবন ভেঙে ছাড়খাড়! কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, স্বামী স্যাম বম্মের কাছে আর ফিরবেন না তিনি। স্যাম তাঁর উপর ভয়ানক শারীরিক অত্যাচার করেন। কঙ্গনা রানাওয়াতের শোতে এসেও এ কথা জানিয়েছিলেন পুনম। ব্যক্তিগত জীবন ছেড়ে এখন কাজে মন দিতে চান তিনি! তবে এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়!