পূজার কথায়, ‘‘আমাদের সময় নায়িকাদের যেন বাধ্যবাধকতা ছিল প্রেমিকবিহীন অবিবাহিত কুমারী জীবন কাটানো ৷ কিন্তু এখন সময় পাল্টেছে ৷ প্রত্যেকের এখন একটি ব্যক্তিগত জীবন আছে কাজের বাইরেও ৷’’
করিনার প্রশংসা করে পূজা বলেছেন বিয়ের পরেও যথেষ্ট ভাল কাজ করছেন তিনি ৷ ইন্ডাস্ট্রির এই আমূল ও নাটকীয় পরিবর্তনের জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন দর্শকদের নতুন মানসিকতাকে ৷ এর পিছনে সোশ্যাল মিডিয়ারও অবদান আছে বলে তিনি মনে করেন ৷
advertisement
প্রসঙ্গত অলায়া এবং ঐশ্বর্য বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে ৷ বেশ কিছু অনুষ্ঠান ও ফিল্মি পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷ সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হলে অলায়া বলেছেন তাঁরা খুব ভাল বন্ধু ৷ ‘‘ জানি, বন্ধুত্ব শব্দটা সম্পর্কের ক্ষেত্রে বহুব্যবহৃত ৷ আমরা আসলে বহুদিনের পারিবারিক বন্ধু৷ আমাদের মায়েরাও একে অপরকে চেনেন ৷ আমরা একসঙ্গে অনেক দিন ধরেই অভিনয়ের ও নাচের ক্লাস করছি ৷ দু’জনকে একসঙ্গে দেখে প্রেম নিয়ে গুঞ্জন রটেছে ৷ আমার কাছে ঐশ্বর্য খুব মজার একজন৷’’ অলায়ার এই দাবিতেও অবশ্য জল্পনা বন্ধ হয়নি ৷
পূজা এবং ইব্রাহিম ফার্নিচারওয়ালার মেয়ে অলায়ার পর্দা-পরিচয় অলায়া এফ ৷ ইতিমধ্যেই ‘জওয়ানি জানেমন’ ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ আসন্ন ছবি ‘ভুলভুলাইয়া ২’-রও অংশ এই সুন্দরী ৷ দুবাইয়ে তাঁকে এবং ঐশ্বর্যকে দেখা গিয়েছে ছুটি কাটাতে৷ তাঁরা ঐশ্বর্যর জন্মদিন পালন করতে গিয়েছিলেন মরুশহরে ৷ চলতি বছরের শুরুর দিকে ঐশ্বর্য ও তাঁর মা স্মিতার সঙ্গে একই রেস্তরাঁতেও দেখা গিয়েছিল অলায়াকে ৷
বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাঁকে নিয়ে রঙিন জল্পনার বুদ্বুদ ভাসছে ৷ অবশ্য, কবীর ও প্রতিমা বেদীর নাতনি এবং পূজা বেদীর মেয়ে যে বর্ণময় হবেন, এতে বিস্ময়ের আর কী আছে? বলছেন সিনেপ্রেমীরা৷