TRENDING:

Shilpa Rao interview: বিশুদ্ধ বাতাস বা ঘুম কেউ বয়কট করে না, ভাল শিল্পের ক্ষেত্রেও একই ফর্মুলা: শিল্পা

Last Updated:

Shilpa Rao interview: ‘বেশরম রং’ নিয়ে এখনও উত্তেজনা তুঙ্গে। সেই গানকে এক সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। গানের দৃশ্যায়ন থেকে কিছু অংশ বাদ দিতে হয়েছে। কিন্তু এখন এই সাফল্যের পর কেমন লাগছে শিল্পার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ‘খুদা জানে’ হোক বা ‘মুরি মুরি’, বলিউডের সঙ্গীত জগৎ কাঁপাচ্ছেন শিল্পা রাও। গত কয়েক মাস ধরে ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানের জন্য গত কয়েক মাস ধরে একটানা শিরোনাম দখল করেছেন তিনি। বিতর্ক হোক, বা ভাললাগা, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের এই গানে শিল্পার কণ্ঠে মুগ্ধ হয়েছেন সকলেই। সম্প্রতি বাংলার একটি রিয়্যালিটি শো-এ অনুষ্ঠান করতে কলকাতায় হাজির হন শিল্পা। নিউজ18 বাংলা ডট কমের মুখোমুখি আড্ডায় অকপট বলিউড গায়িকা।
শিল্পা রাও
শিল্পা রাও
advertisement

মুম্বইয়ে এখন তাঁর কণ্ঠ রাজত্ব করছে বটে। কিন্তু কলকাতার অদূরে ছোট শহর জামশেদপুরেই বড় হয়েছেন। তাই বাংলা বুঝতে অসুবিধা হয় না। যদিও বাংলায় কথা বলায় ততটা স্বচ্ছন্দ নন গায়িকা।

হাজার কোটির ব্যবসার দিকে দুর্বার গতিতে ছুটছে সিদ্ধার্থ আনন্দের ছবি। সেই সঙ্গে ‘বেশরম রং’ নিয়ে এখনও উত্তেজনা তুঙ্গে। সেই গানকে এক সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। গানের দৃশ্যায়ন থেকে কিছু অংশ বাদ দিতে হয়েছে। কিন্তু এখন এই সাফল্যের পর কেমন লাগছে শিল্পার?

advertisement

আরও পড়ুন: হাজার কোটির দিকে ছুটছে 'পাঠান'! শাহরুখের কামব্যাক ছবির আয় এখনও পর্যন্ত কত

গায়িকার কথায়, ‘‘যখন কোনও একটা গান তৈরি হচ্ছে, সেটা অবশ্যই জনতার জন্যেই। কত কোটি ব্যবসা হল, বা কী কী পুরস্কার ঝুলিতে এল, সেটা আর মাথায় থাকে। শ্রোতারা গানটাকে ভালবাসছেন কিনা, সেটার দিকেই থাকে পাখির চোখ। মানুষ যদি আমাদের শিল্পকে ভালবাসেন, তাহলেই তো আনন্দ। এই জন্যই তো কাজ করা।’’

advertisement

আরও পড়ুন: বেশরম রং নিয়ে 'ফালতু হৈ হুল্লোড়' , ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন এই গায়িকা, জানুন

‘পাঠান’ ছবি বা ‘বেশরম রং’ গান বয়কট করার রব উঠেছিল ছবি মুক্তির আগে। সেই প্রসঙ্গে শিল্পার বক্তব্য, ‘‘মানুষ ঘুমকে কোনওদিন বয়কট করতে পারবে না। বিশুদ্ধ বাতাস বা বিশুদ্ধ জল বয়কট করতে পারবে না। ভাল খাবারকেও না এবং ভাল শিল্পকেও না। আনন্দে জীবন কাটাতে গেলে এই কয়েকটা জিনিস তো চাই-ই। দিনের শেষে উন্নতমানের শিল্প সবসময়েই তোমাকে খুঁজে নেবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গায়িকা প্রচারবিমুখ। কিন্তু জীবনবিমুখ নন, জনতাবিমুখ নন। সে কথা আড্ডাতেই স্পষ্ট হল। তাঁর কাছে, তাঁর শিল্প এবং তার শ্রোতারা যথেষ্ট গুরুত্ব পায়।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shilpa Rao interview: বিশুদ্ধ বাতাস বা ঘুম কেউ বয়কট করে না, ভাল শিল্পের ক্ষেত্রেও একই ফর্মুলা: শিল্পা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল