TRENDING:

Pathaan Press Conference: ‘আমি আর থাকতে পারছি না’ জনকে চুমু শাহরুখের, কী কাণ্ড, দেখুন ভিডিওতে

Last Updated:

Pathaan Press Conference: সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়লেন সকলে৷ এক চিলতে হেসে নিজের আসনে ফিরে এলেন শাহরুখ খান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পাঠান নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান৷ আর সাংবাদিক বৈঠকে সেই উচ্ছ্বাসই বারবার প্রকাশিত হয়ে এল৷ কখনও তাঁকে চুমু খেলের দীপিকা পাড়ুকোন, কখনও তিনি চুমু খেলেন জন এব্রাহামকে৷ সব মিলিয়ে পাঠানের গগনচুম্বি সাফল্যে যেন ঝকঝক করে উঠলেন বলিউডের বাদশাও৷
পাঠান সাংবাদিক বৈঠকে জন এব্রাহাম ও শাহরুখ খান
পাঠান সাংবাদিক বৈঠকে জন এব্রাহাম ও শাহরুখ খান
advertisement

সাংবাদিক বৈঠকে মধ্যমণি ছিলেন দীপিকা পাড়ুকোন৷ দীপিকার একদিকে বসেছিলেন শাহরুখ খান, অন্যদিকে বসেছিলেন জন এব্রাহাম৷ যে সময়ে এই ঘটনাটি ঘটল, সেই সময়ে জন কিছু একটা বিষয়ে কথা বলছিলেন৷ হঠাৎই নিজের আসন ছেড়ে উঠে এলেন শাহরুখ৷ সটান চলে গেলেন জনের কাছে৷ সেখানে জনের কথার মধ্যেই তিনি বলে উঠলেন, ‘আমি আর থাকতে পারছি না৷’ বলে জনকে একটি চুমু খেয়ে বসলেন৷

advertisement

সঙ্গে হাততালিতে ফেটে পড়লেন সকলে৷ এক চিলতে হেসে নিজের আসনে ফিরে এলন শাহরুখ খান৷ বসলেন৷ কিন্তু ততক্ষণে ছবি শিকারী ও সাংবাদিকদের মধ্যে থেকে রব উঠেছে, ‘ওয়ানস মোর’৷ শাহরুখ হেসে সেই দাবি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ক্রমে সমবেত কণ্ঠের জোর বাড়ায় তিনি ফের এক যুক্তি দিলেন৷

আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট

advertisement

আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস

বললেন, প্রকাশ্যে আর অতিরিক্ত ভালবাসা প্রকাশ করা তাঁর বা জনের, কারওর পক্ষেই খুব একটা স্বস্তির হবে না, তাই যা হয়েছে, ওই একবারই৷’

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সব মিলিয়ে শাহরুখকে দেখা গিয়েছে আনন্দে৷ পাঠান একের পর এক রেকর্ড ভেঙে৷ মুক্তির পর রেকর্ড উপার্জন করেছে প্রথম দিনের টিকিট বিক্রির হিসাবে৷ তারপর ক্রমে পাঠানের বিজয়রথ এগিয়েই চলেছে৷ সেই কারণেই এদিন সাংবাদিক বৈঠক থেকে সংবাদমাধ্যমকে ও দেশের দর্শক জনতাকেও ধন্যবাদ জানান শাহরুখ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Press Conference: ‘আমি আর থাকতে পারছি না’ জনকে চুমু শাহরুখের, কী কাণ্ড, দেখুন ভিডিওতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল