আইভরি রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং কেপ, সিঁথি ভর্তি সিঁদুর ও চূড়া পরে একেবারে নতুন বউয়ের রূপেই ধরা দিয়েছিলেন পরিণীতি চোপড়া। সঙ্গে ছিল হিরের তৈরি মাল্টিলেয়ার গয়নার সাজ। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানে এলাহি বিয়ের অনুষ্ঠান বসেছিল পরিণীতি ও রাঘবের।
আরও পড়ুন: সিনেমাহলে ‘দ্য নান টু’ দেখে বেরিয়ে এসে পুলিশকে কামড় তরুণীর! শোরগোল শপিং মলে
আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। বিয়েতেও বেশিরভাগ লুকে হাল্কা রঙের পোশাকেই দেখা গিয়েছিল পরিণীতিকে। মানানসই পোশাক পরেছিলেন রাঘব চাড্ডাও।
আরও পড়ুন: হঠাৎ হঠাৎ চোখের পাতা কেঁপে উঠছে? আপনার মায়োকেমিয়া হয়নি তো! জানুন
জানা গিয়েছে, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান। চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হয় ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।