লিফি নদীর ধারে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। কফির কাপ হাতে, শীতপোশাকে ঢেকে ক্রিসমাসের রং দেখিয়ে লিখেছেন, ‘ডাবলিনে ক্রিসমাসের সিজন’। যদিও পরমব্রতর কোনও ছবি এখনও দেখা যায়নি। সূত্রের খবর, ডাবলিনে হানিমুনেই গিয়েছেন পিয়া ও পরম।
advertisement
আরও পড়ুন: বিয়ের পরই বদল, ফেসবুকের ডিপি পাল্টে কার ছবি রাখলেন পরমব্রতর স্ত্রী পিয়া? দেখুন
গত সোমবার বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের পরদিনই অবশ্য হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া। গত ২৭ নভেম্বর সকলকে অবাক করে দিয়ে রেজিস্ট্রি বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে একদম ‘ক্লোজড ডোর’ রিসেপশনে হাজির হয়েছিলেন পরমব্রত-র প্রিয়জনেরা।
আরও পড়ুন: ঘুমনোর সময় মাথা সঠিক ভাবে কোন দিকে রাখা উচিত? নইলে হতে পারে সর্বনাশ! জানুন জ্যোতিষকথা
সন্ধ্যায় ভবানীপুরে বসেছিল সেলিব্রেশন। প্যাস্টেল বেনারসিতে সেজে ঝলমল করছিলেন পিয়া। কিন্তু আচমকাই অসুস্থবোধ করেন তিনি। মাঝরাতে কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরদিন দুপুরেই ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা যায়, তাঁর কিডনিতে দিনকয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল তার জেরেই বেহাল দশা তাঁর। কয়েকদিনেই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে যান অনুপম রায়ের প্রাক্তন ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী, সমাজকর্মী-গায়িকা পিয়া।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F