TRENDING:

Pallavi Dey Last Birthday: ছুটে গিয়ে কেক খাওয়ালেন মাকে, বন্ধু সায়কের প্রোফাইলে পল্লবীর শেষ জন্মদিনের পার্টির মুহূর্ত চোখে জল আনল নেটিজেনদের

Last Updated:

Pallavi Dey Last Birthday: প্রথম টুকরোটা তুলে দিলেন সাগ্নিকের মুখে৷ তার পরই ‘ও মা’ বলে ছুটলেন কেকের টুকরো হাতে৷ একে একে কেক খাইয়ে দিলেন বাবা এবং মাকে৷ তার পরই আব্দার ‘আমাকেও খাইয়ে দাও মা’৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : প্রাণবন্ত ছিলেন৷ ভালবাসতেন হাসি-মজা-ঠাট্টায় জীবন কাটিয়ে দিতে৷ সেভাবেই জমে উঠেছিল পল্লবী দে-এর জন্মদিনের পার্টি৷ মাত্র তিন মাস আগে পল্লবীর শেষ জন্মদিন৷ বাবা মায়ের পাশাপাশি তাঁর জন্মদিনের আনন্দে ছিলেন বন্ধুবান্ধব এবং অবশ্যই বিশেষ বন্ধু সাগ্নিক৷ জন্মদিনের আনন্দ ক্যামেরাবন্দি করেছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তী৷ সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সায়ক৷ আবার নতুন করে সেই ব্লগ ভাইরাল হয়েছে৷ সেই ভিডিওতে উচ্ছ্বল প্রজাপতির মতোই উড়ে বেড়াচ্ছেন পল্লবী৷ তখন কে আর জানত এটাই তাঁর শেষ জন্মদিন!
ছবি : সায়কের ফেসবুক
ছবি : সায়কের ফেসবুক
advertisement

‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন পল্লবী ও সায়ক৷ শেষ দিন অবধি তাঁদের অন্তরঙ্গ বন্ধুত্ব অটুট ছিল৷ বন্ধুর জন্মদিনে চুটিয়ে আনন্দ করেছিলেন সায়ক৷ তিনি আবার শেয়ার করেছেন পুরনো ভ্লগ৷ ক্যাপশন দিয়েছেন ‘স্মৃতিটুকু থাক’৷ সামাজিক মাধ্যমে সায়কের প্রোফাইল এখন পল্লবীর স্মৃতিময়৷ অনুরাগীরা ব্লগের মন্তব্যবাক্সে লিখেছেন পল্লবীকে তাঁরা ভুলতে পারছেন না৷

advertisement

অনুরাগীদের মনের ক্ষত আরও তীব্র হয়ে উঠছে পল্লবীর শেষ জন্মদিনের ভিডিওটি দেখে৷ হাল্কা পেস্তা রঙের পোশাকে তিনি সেলিব্রেশনের মুডে৷ আনা হয়েছিল বাহারি কেক৷ খোলা চুল সামলে কেক কাটলেন৷ প্রথম টুকরোটা তুলে দিলেন সাগ্নিকের মুখে৷ তার পরই ‘ও মা’ বলে ছুটলেন কেকের টুকরো হাতে৷ একে একে কেক খাইয়ে দিলেন বাবা এবং মাকে৷ তার পরই  মায়ের হাতে কেক খাওয়ার আব্দার৷

advertisement

আরও পড়ুন : ‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম...’, ‘বোন’ পল্লবীর জন্য বাকরুদ্ধ সোহিনী

জন্মদিনের পার্টিতে সকলের সামনেই পল্লবীর হাতে উপহার তুলে দিয়ে আলিঙ্গন করে কপালে স্নেহচুম্বন এঁকে দেন সাগ্নিক৷ এর পর চলে খাওয়া দাওয়া আর দেদার আড্ডা৷ পিছনে চলেছে আবহ অনুযায়ী গান৷ কেক কাটার সময় ‘হ্যাপি বার্থডে’ গান, তো তার পরই পুরনো দিনের হিন্দি গান৷ সঙ্গে চলছে বন্ধুদের সঙ্গে হাসি, মজা আর বন্ধুদের সঙ্গে খুনসুটি৷

advertisement

আরও পড়ুন : সিক্ত শরীরে বিকিনির আলিঙ্গন, অতল জলের আহ্বানে মৎস্যকন্যা কিমের জলকেলির ছবি দেখুন

আরও পড়ুন : ‘‘আমাদের কোনও কথার দরকার নেই...’’ বাহুলগ্না পল্লবীর মুহূর্তরা আজ স্মৃতি

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ষায় দুর্ভোগ নিত্যসঙ্গী! দামোদরে ভাঙন, ভিডিওতে দেখুন সাংঘাতিক দৃশ্য
আরও দেখুন

তার পর শুরু উপহার খোলার পর্ব৷ বন্ধুদের উপহারের মোড়ক একে একে খোলেন পল্লবী৷ সবার আগে খোলা হয় সাগ্নিকের দেওয়া উপহারই৷ মোড়ক থেকে বার হয় দামী মোবাইল৷ এ বার সাগ্নিকের কপালে চুম্বন পল্লবীর৷ পাশাপাশি চলে বন্ধুদের সঙ্গে নাচগান৷ ভিডিও দেখে স্পষ্ট, প্রেম বা বন্ধুত্ব নিয়ে পল্লবীর কোনও লুকোচুরি ছিল না৷ বাবা মায়ের সামনেই তিনি সাগ্নিকের সঙ্গে স্বচ্ছন্দ ও খুশি৷ সেই ছবি এত দ্রুত কেন করুণ পরিণতি নিল? উত্তরের অপেক্ষায় পল্লবীর বন্ধুরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Last Birthday: ছুটে গিয়ে কেক খাওয়ালেন মাকে, বন্ধু সায়কের প্রোফাইলে পল্লবীর শেষ জন্মদিনের পার্টির মুহূর্ত চোখে জল আনল নেটিজেনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল