সেখানেই দেখা মিলেছে পল্লবীর! 'বিক্রম বেতাল' ছোট বেলায় সকলেই পড়েছেন কম বেশি। এই ধারাবাহিকে এবার বিক্রমের চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে। এবং বেতালের চরিত্রে শুভাশীষ মুখোপাধ্যায়কে দেখা যাবে। প্রথম ঝলকেই মন কেড়েছে এই ধারাবাহিক। পল্লবী দেও এই ধারাবাহিকে অভিনয় করেছেন। মৃত্যুর তিন মাস পর তাঁকে ফের দেখা যাবে। কী ভাগ্য! সিরিয়ালে দেখা গেলেও বাস্তবে তিনি আর নেই। এ যেন মেনে নিতে পারছেন না কেউই!
advertisement
আরও পড়ুন: কোলেস্টেরল থাকলে ডিম খাওয়া কি উচিত? সপ্তাহে কটা? গবেষণা অবাক করবে
পল্লবীর বাবা এই ধারাবাহিক প্রসঙ্গে জানিয়েছেন, তিনি মেয়ের মৃত্যুর পর থেকে আর টিভি দেখেন না। অন্যদিকে প্রয়াত অভিনেত্রীর মা বলছেন, "মেয়েকে পর্দায় দেখতে পাব! এই অনেক। ও কথা বলবে, হাঁটবে। এটুকু নিয়েই তো আমি বেঁচে থাকবো। আমি সত্যি খুশি।" সকলকে এই ধারাবাহিক দেখার জন্য বলবেন তিনি। মে মাসে চলে গিয়েছেন পল্লবী। নিজের ফ্ল্যাটেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কেন কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন তা আজও অজানা। তবে পর্দায় ফের একবার পল্লবীকে দেখা যাবে ভেবে ভক্তরা বেশ খুশি!