বিডি প্রোডাকশন তাঁদের প্রথম উদ্যোগ ‘কুলপি’ উপস্থাপন করেছে, যেটি ২০২২-এ মুক্তি পেল। বিদ্যুৎ দাস প্রযোজিত এবং বর্ষালি চ্যাটার্জি পরিচালিত ‘কুলপি’-তে অভিনয় করেছেন পায়েল সরকার, রজতাভ দত্ত, চুমকি চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, বাসু ও বিসিএস। নাম ভূমিকায় নবাগত প্রত্যয় ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন শ্রী প্রীতম, শোভন গাঙ্গুলি এবং সুপ্রতিপ ভট্টাচার্য।
আরও পড়ুন: লোকে বলে ভাই অসাধারণ অভিনয় করে, আমার গর্ব হয়: গৌরব
advertisement
আমরা “বামন” শব্দটি শুনি আমরা একটি রঙিন ক্ষুদ্র ব্যক্তির একটি ছবি কল্পনা করি, যিনি সার্কাসে দর্শকদের মধ্যে হাসি দিতে পারেন। আমরা প্রায়শই ভুলে যাই যে এঁনারাও সমাজের অন্যান্য সাধারণ মানুষের মতো তাদের ন্যায্য পরিমাণে সুখ, হাসি এবং প্রেমে পড়ার অধিকারী।
আরও পড়ুন: অনেক স্মৃতি রয়েছে, চাইলে একটা বই লেখা হয়ে যাবে: পূর্ণদাস বাউল
প্রেম কোন বয়স, জাতি বা বর্ণ বাধা জানে না। ভালোবাসা দিয়ে রক্ষা করা কুলপির গল্প। এমন অনেক কুলপির হাত ধরে সমাজে সবার ভালো হোক।
