যখন রায়ান গসলিং এবং এমিলি ব্লান্ট সিনেমায় স্টান্ট পারফর্মারদের জন্য একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছিলেন, তখন আন্তর্জাতিক চলচ্চিত্রের নানা ক্লিপগুলির মধ্যে ‘আর আর আর’-এর তারকা জুনিয়র এনটিআর ও রাম চরণের একটি অ্যাকশনের দৃশ্যও দেখানো হয়।
পরে, সিনথিয়া এরিভো এবং আরিয়ানা ডিবোস মঞ্চে আসার সঙ্গে সঙ্গে একটি পরিচিত সুর বেজে ওঠে অস্কারের মঞ্চে। গানটি কী সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, গানটি হল ‘নাটু নাটু’। এই গানটি ২০২৩ সালে ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছিল।
এই ভিডিওটি প্রকাশ্যে আসতে দ্রুত তা ভাইরাল হয়ে পড়ে। হ্যাশট্যাগ #RRRMovie দ্রুত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু করে। ছবিটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও ক্লিপটি শেয়ার করে লেখা হয়েছে, “আবার, আমাদের চমকে যাওয়ার পালা তবে মিষ্টি ভাবে। আমরা আনন্দিত যে অস্কারের মঞ্চে আবার আমাদের সিনেমায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টান্ট সিকোয়েন্সের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে দেখানো হয়েছে।”