আরও পড়ুন- তুমুল কাণ্ড Oscar মঞ্চে! বউকে নিয়ে রসিকতা, সঞ্চালককে সপাটে চড় Will Smith-এর
হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, সল্লু ভাই জানিয়েছেন, নিজের দর্শকদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত একজন সঞ্চালকের। সলমানের মতামতের সুরেই গলা মিলিয়েছেন বরুণ ধাওয়ান এবং মনীশ পাল সহ ওই অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও। উইল স্মিথ অস্কারের মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘণ্টাখানেক পরেই সলমান ও বলিউডের অন্যরা এই বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। উপস্থাপক বা সঞ্চালকের রসিকতার ব্যাপারে সতর্ক হওয়া উচিত কিনা এই প্রশ্নের জবাবে সলমান বলেন, “সঞ্চালক হিসেবে আপনাকে সংবেদনশীল হতে হবে। হাস্যরস নিজস্ব বুদ্ধিমত্বার উপর নির্ভর করে, এটা ছ্যাবলামি নয়।” বরুণ ধাওয়ানও জানিয়েছেন, “অনেকেই বিরক্ত হন এবং সেই জন্যই সঞ্চালককে সতর্ক থাকতে হবে।”
advertisement
আরও পড়ুন- অস্কারের রেড কার্পেটে চোখ টানছে এই মিষ্টি জুটিগুলি, দেখেছেন?
প্রায়শই নানান রিয়েলিটি শোয়ের সঞ্চালকের ভূমিকাতে দেখা যায় মনীশ পালকে। এমনকী সলমান খানের দা-বাং সফরের সঞ্চালনাও করেন তিনি। মনীশ জানিয়েছেন, তাঁরা মাত্রা রাখতে চেষ্টা করেন তবে কখনও কখনও বিষয়গুলি সংবেদনশীল হয়ে যায়৷ “আগে হাস্যরস দিল খোলা ছিল কিন্তু এখন বিষয়গুলি সংবেদনশীল হয়ে উঠেছে… যখনই আমি মঞ্চে থাকি, আমি কাউকে বিরক্ত করিনা৷ সবটাই নির্ভর করে আপনার সেন্স অফ হিউমারের উপর,” বলেন মনীশ। মনীশের মতে, একজন শিল্পীর দায়িত্ব হল স্ক্রিপ্টে লেখকরা কী লিখেছেন তা যাচাই করে নেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, সলমান, রীতেশ দেশমুখের সঙ্গে আবু ধাবির ইয়াস দ্বীপে ২০ এবং ২১ মে অনুষ্ঠিত হতে চলা ২২ তম আইফা উইকএন্ড অ্যান্ড অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গত সোমবার ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Oscars 2022) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন, উইল স্মিথ কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারার পরে সবাই বেশ চমকে যান। পরে অবশ্য নিজের অনিয়ন্ত্রিত আবেগের জন্য ক্ষমাও চেয়েছেন উইল স্মিথ।