লস অ্যাঞ্জেলসের অস্কার বিতরণী অনুষ্ঠানে ‘আরআরআরের’ অন্য কলাকুশলী এবং স্ত্রীকে পাশে নিয়ে উপস্থিত ছিলেন পরিচালক রাজামৌলি৷ ‘নাটু নাটু’র নাম ঘোষণা হতেই শিশুর মতো আনন্দে চিৎকার করে ওঠেন তিনি৷ শুধু তাই নয় আবেগে স্ত্রী রামাকে জড়িয়েও ধরেন পরিচালক। মঞ্চে উঠে পুরস্কার নিচ্ছেন এম এম কিরাবাণী, নীচে তখন আনন্দের জোয়ার। স্বামী স্ত্রী, রাজামৌলি এবং রামামৌলির চোখে মুখে ঝোরে পড়ছে উচ্ছ্বাস।
advertisement
আরও পড়ুন: সেরা অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক, অস্কারের মঞ্চে সেরার শিরোপা উঠল কাদের হাতে? জেনে নিন
সেরা মৌলিক গানের শিরোপা নিতে মঞ্চে উঠে নাটু নাটুর শ্রষ্ঠা কীরাবাণী ধন্যবাদ জানান অ্যাকাডেমিকে। তিনি বলেন ‘‘আমার শুধু একটাই ইচ্ছে.. আরআরআর প্রতিটি ভারতীয়র গর্ব হোক এবং আমি যেন বিশ্বের শীর্ষদের তালিকায় থাকতে পারি’’৷
আরও পড়ুন: তেলুগু ছবি RRR-কে বলিউড ছবির তকমা অস্কারে! ‘এ কী অন্যায়’! প্রতিবাদে ভক্তরা
শুধুমাত্র প্রথম তেলেগু গান হিসেবেই নয়, পুরো ইন্ডাস্ট্রির প্রথম গান ‘নাটু নাটু’ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রদর্শিত হল৷ রাহুল শিপলিগুঞ্জ এবং কালা ভৈরব গানটি গেয়েছেন৷ অস্কারের মঞ্চে তাদের পারফরমেন্সকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন সকলে৷ আরআরআরের সাফল্যে গর্বিত গোটা দেশ