TRENDING:

#Viral: কখনও ঠুমকা, কখনও চোখের ইশারা, ঝড়ের গতিতে ভাইরাল স্বপ্না চৌধুরির নতুন ডান্স ভিডিও

Last Updated:

ভাইরাল হওয়াটা স্বপ্নার কাছে একবারে যেন জলভাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হরিয়ানা থেকে শুরু, সেখান থেকে বিগবস হয়ে বলিউড সফরটা দারুণ রঙিন স্বপ্না চৌধুরির ৷ হরিয়ানার এই তারকা নৃত্যশিল্পী -র স্টেজ পারফরম্যান্সের জনপ্রিয়তা এতটাই যে বলিউডের তারকারাও তাঁর সেই সাফল্যকে ঈর্ষার চোখে দেখেন ৷ ছোট থেকে বড় সব বয়সের মানুষই তাঁর পারফরম্যান্সের দিওয়ানা৷ ফলে একাধিক সময়ে তাঁর বিভিন্ন নাচের ভিডিও ভাইরাল হয় ৷ ভাইরাল হওয়াটা স্বপ্নার কাছে একবারে যেন জলভাত। এবার তাঁর একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement

এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বেগুনি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না নিয়ে নাচে মাতোয়ারা ভোজপুরি কুইন। চোখের সামনে নিজেদের পছন্দের এই শিল্পীকে পেয়ে দর্শকরা সকলেই আহ্লাদিত ৷ স্বপ্না চৌধুরির এই নেচের ভিডিওটি সেয়ারস করেছেন তাঁর ফ্যান ক্লাব। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

দেখুন সেই 'ভাইরাল' ভিডিও--

advertisement

এর আগে স্বপ্নার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। একটিতে দেখা গিয়েছে শকিং পিঙ্ক রঙের টপ আর সাদা-র ওপর রূপোলি জরির ফুলের ঘাঘরায় পরে তাকে নাচ করতে।

দেখে নিন স্বপ্না চৌধুরির নাচের কিছু ভাইরাল ভিডিও ...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
#Viral: কখনও ঠুমকা, কখনও চোখের ইশারা, ঝড়ের গতিতে ভাইরাল স্বপ্না চৌধুরির নতুন ডান্স ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল