বললে, তার মধ্যে অস্বাভাবিকও কিছু নেই। গোয়ার নির্ভেজাল ছুটি কাটাতে যাওয়া চার মেয়ে যে আপাতত মন কেড়ে নিয়েছে এই শহরের। কলকাতার অ্যাপের আনাচে-কানাচেও এখন কেবল তাদেরই কথা। এক কথায় যাদের অলক্ষ্মী তকমা মেরে দিয়েছে সমাজ! ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর প্রযোজনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের 'অলক্ষ্মীজ ইন গোয়া' ওয়েব সিরিজের টিজার, মোশন পোস্টার, পোস্টার নিয়ে এখন মাতোয়ারা শহর।
advertisement
বলাই বাহুল্য, এটা তাদের মা-বাবার দেওয়া নাম নয়। এই চার মেয়ের সবারই একটা করে দারুন নাম রয়েছে, ঠিক তাদের মনের মতোই যা সুন্দর। এরা আসলে তিতাস, রণিতা, বর্ষা আর হৈ। নামের মতোই হৈ-হট্টগোলে ভরা এদের কাণ্ডকারখানা, তাই স্কুলজীবন থেকেই চারমাথাকে অলক্ষ্মী বলে ডাকে সকলে।
এই ফাঁকে এসে বলে রাখা ভাল, এই অলক্ষ্মীদের আবার দারুণ পছন্দের জায়গা গোয়া। ওই জায়গাও যে ঠিক তাদের মতোই- সৌন্দর্যে ভরপুর আর খোলামেলা সাহসী জীবনের ডাক দিয়ে যাওয়া। অবশ্য, এই সব বিচার করে নয়, অলক্ষ্মীদের গোয়া ভ্রমণের সাধ জেগেছিল ‘দিল চাহতা হ্যায়’ দেখে।
তবে মন যা-ই চাক, সুযোগ কিন্তু এল বহু বছর পরে। তিতাসের বিয়ের সূত্রে। অতএব, ফের এক হল মেয়েরা, বাক্স-প্যাঁটরা গুছিয়ে চলল গোয়ায়। সেখানে কেমন সময় কাটিয়েছে তারা, তা আমরা আগেই দেখেছি এই সিরিজের প্রথম গানে। যেখানে প্রাঞ্জল দাসের লেখায় আর সুরে, শমীক গুহ রায়ের সঙ্গীত আয়োজনে, আলাপ বসুর কণ্ঠে 'মন জাগো রে'র তালে অলক্ষ্মীদের সঙ্গে দর্শকেরও গোয়া ভ্রমণের পালা।
কিন্তু ওই যে গোয়ায় গোড়া থেকেই শুরু হয়েছে গলদ- তিতাসের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে হবু স্বামী অর্পণের, মেয়েরাও বিলাসবহুল রিসর্ট ছেড়ে এসে উঠেছে গোয়ার এক ভিলায়। কে জানত, সেখানে পড়ে থাকবে এক লাশ! গাইডের বদলে যে ফেরারি আসামির খোঁজে থাকা পুলিশের সঙ্গে কাটবে গোয়ার সময়- তাই বা কে ভেবেছিল!
আরও পড়ুন- মন জাগো রে! গোয়ায় অলক্ষ্মীদের সময় কেমন কাটছে, ধরা দিল প্রথম গানে
তবে ভাবনা যতটুকু যেতে পারে, তার চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে ওয়েব সিরিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার কিন্তু আলোচনার অনেক রসদই জোগান দিচ্ছে হাতের কাছে। গোয়ায় তেমন পার্টি করা না গেলেও শহরের ট্রেলার লঞ্চ পার্টিতে সুদে-আসলে উসুল হয়েছে সবটুকু। বাকিটা ছবির অলক্ষ্মী প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় আর আভেরী সিংহ রায়ের হাত ধরে সিরিজ মুক্তি পেলেই জানা যাবে যথাসময়ে, তার জন্য চোখ রাখতে হবে Klikk OTT-র পর্দায়।