TRENDING:

দুর্গাপুজোর মণ্ডপে গানের মাঝেই ঢলে পড়লেন, গায়কের মৃত্যুর খবরে চমকে উঠছেন সবাই

Last Updated:

শরীর অসুস্থ হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভূবনেশ্বর: এ যেন এক ভয়ানক ঘটনা। মুম্বইযের প্রখ্যাত গায়ক কেকে কলকাতায় অনুষ্ঠানের পরেই চিরনিদ্রায় চলে গিয়েছিলেন। শিল্পীর এহেন মৃত্যুতে চমকে গিয়েছিল দেশ। এ বার তেমনই এক ঘটনা ঘটল ওড়িশায়। দুর্গাপুজোর মণ্ডপে গানের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ শরীর অসুস্থ হয়ে প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট জেলার একটি দুর্গাপুজোর মণ্ডপে। ঘটনায় প্রয়াত হয়েছেন শিল্পী মুরলী মহাপাত্র।
মুরলী মহাপাত্র
মুরলী মহাপাত্র
advertisement

কোরাপুটের জেপোর শহরে ছিল তাঁর অনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেদিন অনুষ্ঠানের মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎই চেয়ারে বসে পড়েন তিনি, গা এলিয়ে দেন। তখন পর্যন্ত মোট চারটি গান গেয়েছিলেন তিনি। শরীর অসুস্থ হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রয়াত শিল্পীর দাদা বিভূতিপ্রসাদ মহাপাত্র জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শিল্পীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।

advertisement

আরও পড়ুন- যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, ভিস্তারার কিছু উড়ানে চালু করা হল লাইভ টিভি

আরও পড়ুন- অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি ট্য়ুইটারে লিখেছেন, জনপ্রিয় শিল্পী মুরলী মহাপাত্রের প্রয়ানের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার চিরশান্তি হোক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। উল্লেখ্য, যে শহরে তাঁর অনুষ্ঠান ছিল, সেই জেপুরের জেলা প্রশাসনে তিনি চাকরিও করতেন। অনুষ্ঠানের অপর শিল্পী প্রশান্ত কুমার মিশ্র জানিয়েছেন, অনুষ্ঠানের শুরুতেই নিজের শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন মুরলী। বলেছিলেন, কোনও ভুল হলে শ্রোতারা যেন ক্ষমা করে দেন। কিন্তু সেই অসুস্থতাই কাল হল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দুর্গাপুজোর মণ্ডপে গানের মাঝেই ঢলে পড়লেন, গায়কের মৃত্যুর খবরে চমকে উঠছেন সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল