কোরাপুটের জেপোর শহরে ছিল তাঁর অনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেদিন অনুষ্ঠানের মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎই চেয়ারে বসে পড়েন তিনি, গা এলিয়ে দেন। তখন পর্যন্ত মোট চারটি গান গেয়েছিলেন তিনি। শরীর অসুস্থ হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রয়াত শিল্পীর দাদা বিভূতিপ্রসাদ মহাপাত্র জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শিল্পীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
advertisement
আরও পড়ুন- যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, ভিস্তারার কিছু উড়ানে চালু করা হল লাইভ টিভি
আরও পড়ুন- অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ
ঘটনায় শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি ট্য়ুইটারে লিখেছেন, জনপ্রিয় শিল্পী মুরলী মহাপাত্রের প্রয়ানের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার চিরশান্তি হোক। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। উল্লেখ্য, যে শহরে তাঁর অনুষ্ঠান ছিল, সেই জেপুরের জেলা প্রশাসনে তিনি চাকরিও করতেন। অনুষ্ঠানের অপর শিল্পী প্রশান্ত কুমার মিশ্র জানিয়েছেন, অনুষ্ঠানের শুরুতেই নিজের শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন মুরলী। বলেছিলেন, কোনও ভুল হলে শ্রোতারা যেন ক্ষমা করে দেন। কিন্তু সেই অসুস্থতাই কাল হল।