সম্প্রতি নোরার একটি সুইমিং পুলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তির সঙ্গে সুইমিং পুলে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ পরনে অফ-শোল্ডার বিকিনি ৷ নোরাকে দেখেই মুগ্ধ তাঁর ফ্যানরা ৷ তবে প্রশ্নও উঠেছে, সুইমিং পুলে নোরার সঙ্গে সেলফি তোলা ওই ব্যক্তি কে ? কে এই ‘মিস্ট্রি ম্যান’ ! তা জানতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ৷ ছবিতে দেখতে পাওয়া ওই ব্যক্তি আসলে নোরার অনেক পুরনো বন্ধু ৷
advertisement
আরও পড়ুন- দলকে জেতানোর পাশাপাশি গড়লেন আইপিএলে নতুন রেকর্ডও ! জেনে নিন শারজায় নারিনের কীর্তি
ভিডিওটি ইনস্টাগ্রামে অবশ্য নোরা নিজে শেয়ার করেননি ৷ শেয়ার করা হয়েছিল, তাঁর বিভিন্ন ফ্যান পেজ থেকে ৷ নৃত্যশিল্পী থেকে ধীরে ধীরে অভিনেত্রী হয়ে উঠেছেন। সম্প্রতি টেক্কা ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার প্রথম ফ্যাশন ফিল্ম ইনটু দ্য লাইটের (Into the Light) অংশীদার হয়েছেন নোরা ফাতেহি। ইনস্টাগ্রামে ভিডিও এবং ছবিগুলি শেয়ারও করেছিলেন নোরা।
নোরা ‘রকি হ্যান্ডসাম’ ও ‘মিস্টার এক্স’-এর মতো অনেক সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন তিনি।