সম্প্রতি এক অনুষ্ঠানের জন্য ১ লক্ষ ৭২ হাজার টাকা৷ অ্যাডভান্স নিয়েছিলেন নোবেল৷ কিন্তু টাকা নিয়েও নির্দিষ্ট দিনে হাজির হননি তিনি৷ এই কারণেই গত শুক্রবার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে গায়কের নামে৷ গায়ককে গ্রেফতারের পরই তার স্ত্রী সালসাবিলকে ডাকা হয় ডিবি কার্যালয়ে৷ সেখানেই সকলের সামনে বিস্ফোরক তথ্য ফাঁস করেন সালসাবিল৷ তিনি বলেন, নোবেল মাদকাসক্ত হয়ে পড়েছে৷ এর পিছনে অনেকেই দায়ী৷ এতদিনে কারোর নাম না নিলেও এবার অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন তিনি৷
advertisement
আরও পড়ুন-পরা যাবে না ‘অন্তর্বাস’, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হিমশিম অবস্থা প্রিয়াঙ্কার, তারপর…
আরও পড়ুন-‘ডিভোর্সের পরও আলাদা নই’, মালাইকাকে নিয়ে অবাক করা তথ্য ফাঁস আরবাজের
সালসাবিল বলেন, নোবেল যে বড়সড় মাদকচক্রের ফাঁদে পড়েছেন সেখানে একজন বিমানসেবিকা রয়েছে৷ তিনি নিয়মিত নোবেলকে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করতেন৷ তবে কারোর নাম তিনি নেননি৷ এর আগেও একাধিকবার রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম নিয়েছেন নোবেলের স্ত্রী৷
দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে সালসাবেল দাবি করলেন, প্রতিদিন নোবেলের মাদক লাগে প্রায় ৪ লাখ টাকার ৷ যা শুনে চোখ কপালে উঠেছে ভক্তদের৷ কোথা থেকে এত টাকা পান, তা নিয়ে চর্চা শুরু হয়েছে৷ এবার ধীরে ধীরে তাদের নামও যে প্রকাশ্যে আসবে তা অনেকেই অনুমান করছেন৷
