বাংলার সঙ্গীতপ্রেমী ও সঙ্গীতশিল্পীরা নির্মলা মিশ্রকে হারিয়ে শোকস্তব্ধ। হৈমন্তী শুক্লা বলেছেন, 'বহুদিন ধরে ওঁর গান শুনছি। আমার খুব প্রিয় শিল্পী, প্রিয় মানুষ। তবে শেষ কিছুদিন খুবই কষ্ট পাচ্ছিলেন। এই চলে যাওয়া একদিকে যেমন সেই কষ্ট থেকে মুক্তি, তেমনই আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।' নির্মলা মিশ্রকে হারিয়ে মন খারাপ শম্পা কুণ্ডুর। তাঁর বক্তব্য, 'আমাকে গানের জগতে নিয়েই এসেছিলেন তিনি। তবে আজ ওঁকে শেষ দেখা দেখতে যেতে পারব না।'
advertisement
আরও পড়ুন: নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর, আজ কেওড়াতলায় শেষকৃত্য
নির্মলা মিশ্রের প্রয়াণে শোকপ্রকাশে করেছেন শিল্পী সৈকত মিত্র। গায়িকা ইমন চক্রবর্তী কিংবদন্তী শিল্পীর গান শেয়ার করে লেখেন, 'এই কণ্ঠের কোনও মৃত্যু নেই।' শিলাজিৎ মজুমদার শোকপ্রকাশ করে লিখেছেন, 'খুব কম মিশলেও, মনে হয়েছিল মানুষটার মধ্যে শিল্পীদের মত খ্যাপামি আছে। যখনই দেখা হয়েছে, মনে হয়নি মানুষটা দূরের। দেখা হলেই উনি আশীর্বাদ করেছেন।'
আরও পড়ুন: আইসক্রিম খেতে খেতে লন্ডনে শপিং-লড়াই সৌরভ-সানার! বাবা-মেয়ের ছবি ভাইরাল
নির্মলা মিশ্রর ছেলে শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, পরিবারের সকলের চোখের সামনেই শিল্পী প্রয়াত হন। তাঁর কথায়, 'চোখের সামনেই মা চলে গেল। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই বিছানায় পুরো শোওয়া থাকতেন মা। ২০১৮ থেকে ২০২২ এই চার বছর হাসপাতাল আর বাড়ি করেছে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। তার পর রাতে সব শেষ।' রবিবার কেওড়াতলা মহাশ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
মানস বসাক