TRENDING:

বৈশাখে নতুন প্রাণের আহ্ববানে রবীন্দ্রসঙ্গীত, গাইলেন বাংলার একঝাঁক শিল্পী

Last Updated:

ইমন, লগ্নজিতা, কৌশিক, দুর্নিবার, উজ্জ্বয়িনী সহ ১৪ জন শিল্পী ‘‌প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’‌ গানটি তৈরি করেছেন নতুন করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা:‌ সংকট। পৃথিবী জুড়ে এখন মানবসভ্যতা দাঁড়িয়ে আছে এক বিরাট প্রশ্নের সামনে। কিন্তু সেই সংকটের মধ্যেও গানের সুরে নতুন করে বাঁচার মন্ত্র খুঁজে নিচ্ছেন অনেকে। লকডাউনের মধ্যে সেই নতুন সুর খুঁজে নেওয়ার কাজ করেছেন বাঙালি শিল্পীরাও। তবে সবটাই রবি ঠাকুরের গানে। নতুন প্রাণের আহ্ববান করেছেন তাঁরা।
advertisement

ইমন, লগ্নজিতা, কৌশিক, দুর্নিবার, উজ্জ্বয়িনী সহ ১৪ জন শিল্পী ‘‌প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’‌ গানটি তৈরি করেছেন নতুন করে। গানটির অডিও অ্যারেঞ্জ করেছেন নীলাঞ্জন ঘোষ। ইউটিউবে প্রকাশিত হয়েছে এই নতুন গান।

প্রতিদিন মানুষ বাঁচে ঠিকই কিন্তু আরও ভাল করে বাঁচার শপথ নেয় কি?‌ এই সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের দিনে তাই মন শুধু শান্তি আর প্রেমের কথাই বলে। তাই এই শিল্পীরা একসঙ্গে এসেছেন। গান ধরেছেন নিজের মতো করে। আর এই গান চারিদিকে ছড়িয়ে থাকা এত নিরাশার মাঝেও বলে আশার কথা। দেখুন ভিডিও

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বৈশাখে নতুন প্রাণের আহ্ববানে রবীন্দ্রসঙ্গীত, গাইলেন বাংলার একঝাঁক শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল