TRENDING:

সাত বন্ধুর 'ব্রাদার্স' হয়ে ওঠার গল্প বললেন দেবদূত ঘোষ

Last Updated:

Brothers: ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নাট্যজগত ও টেলিভিশনের বিশিষ্ট মুখ দেবদূত ঘোষ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপান্বিতা নাথ, অভিরূপ চৌধুরী, পলা গাঙ্গুলী, পিয়া দেবনাথ সহ আরও অনেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাতজন বন্ধুর গল্প। ছবির প্রেক্ষাপট ১৯৮৮ সালের। এই সাত বন্ধু তখন দশম শ্রেণিতে পড়ে। পার্থ, অ্যারন, নীলপ্রতিম, সুজয়, দেবব্রত, মনোজ এবং এই সপ্তরথীর স্কুল জীবনের বন্ধুত্ব, প্রেম। কনভেন্টের জীবনযাপন। একসঙ্গে নিজেদের পদবীর আদ্যক্ষর দিয়ে ব্যান্ড 'ব্রাদার্স' গড়ে তুলেছিল তাঁরা।
advertisement

কাট টু তাঁদের জীবনের মধ্য গগন, কনভেন্টের সেই প্রেমিকা শাওলীকে বিয়ে করে নীলপ্রতিম, প্রেম দীর্ঘ সময় চললেও বৈবাহিক জীবনে বিচ্ছেদ খুব অল্প সময়েই আসে। সপ্তরথীর বাকিরা কেউ সফল ব্যাবসায়ী তো আবার কেউ সব পেয়েও সর্বহারা। দলের নেতা অ্যারন শয্যাশায়ী। সপ্তরথী কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি বা বলা ভালো রাখা হয়ে ওঠেনি। জীবনের যুদ্ধে যুজতে গিয়ে হারিয়েছে বন্ধু, হারিয়েছে শান্তি, সব থেকেও কিছুই যেন নেই তাঁদের জীবনে।

advertisement

আরও পড়ুন: বাহুবলীর প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার! দীপিকার সঙ্গে তেলেগু ছবির শুটিং শাশ্বতর

অন্যদিকে সব হারাতে বসা অ্যারন তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ, মৃত্যু শয্যায় একে একে সকলে তার সাথে দেখা করতে আসে। আলগা হওয়া সম্পর্ক গুলো জোড়া লাগাতে তৎপর হয় সে, ঠিক করে 'ব্রাদার্স' আবার একবার পারফর্ম করবে। ডাক্তারের হাজারো বারণ শেষে সর্বহারাদের সব পাইয়ে দিতে পারে কি সে?

advertisement

তারই উত্তর দেবে এই ছবি 'ব্রাদার্স'।

আরও পড়ুন: রজতাভ এইবার হত্যারহস্যে! দুর্গা পুজো হবে জমজমাট

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শহরে আসছে সঞ্জয় বর্ধন পরিচালিত, অনুপম জোয়ার্দার প্রোডাকশন পুর্ব ফিল্মস প্রযোজিত, ডঃ মনোজ কুমার নিবেদিত স্কুল ড্রামা ব্রাদার। ছবিতে কাহিনি চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন সঞ্জয় বর্ধন। ছবির স্ক্রিপ্ট লিখেছেন তনিমা দাস মিত্র। ছবিতে ক্যামেরার দায়িত্বে রয়েছেন অমিত ভৌমিক। ছবির সুরারোপ করেছেন অভিষেক সাহা। ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন তাপস দেব রায় ও সায়ন্তন নাগ। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে নাট্যজগত ও টেলিভিশনের বিশিষ্ট মুখ দেবদূত ঘোষ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপান্বিতা নাথ, অভিরূপ চৌধুরী, পলা গাঙ্গুলী, পিয়া দেবনাথ সহ আরও অনেকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাত বন্ধুর 'ব্রাদার্স' হয়ে ওঠার গল্প বললেন দেবদূত ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল