এ যেন এক মহামিলনের ছবি। সবার উপরে মানুষ সত্য সেই ছবি ফুটে উঠল শহরে। দর্শকদের এক ভালবাসা পেয়ে আপ্লুত পরিচালক আতিউল ইসলাম। বলাই বাহুল্য সবার উপরে মানুষ সত্য সেটা আবার প্রমান হল এই র্যালির ছবি দেখে।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মুন সরকার, লাবণী সরকার, অনিন্দিতা সোম সহ আরও অনেকে। ছবি মুক্তি পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। হিন্দু মুসলমানের এক বন্ধনের মিলনের গল্প বলেছে এই সিনেমা।
advertisement
আরও পড়ুন – Ajit Agarkar and Money: না পসন্দ ছিল সিলেক্টরের চাকরি, কোটি কোটির ফাঁদে আগরকরকেই রাজি করাল বোর্ড
ছবিতে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে একজন ব্রাহ্মণ পুরোহিতের চরিত্রে। ফতেমা এক গরীব ঘরের মুসলমান বাড়ির মেয়ে। বাবা রিক্সাচালক, মৃত্যুর পরে অসহায় হয়ে পরে। আশ্রয় নেয় গ্রামের বাম্ভ্রন পুরোহিত রাম দাদার বাড়িতে। একজন মুসলমান বাড়ির মেয়েকে হিন্দু বাম্ভ্রন পুরোহিতের বাড়িতে আশ্রয় এই সমাজ কি মেনে নেবে? নাকি তার পরিনতি হবে ভয়ানক? সেটাই নিয়ে এই সিনেমা।
পরিচালক আতিউল ইসলাস জানান “এই সিনেমা একটি বন্ধনের গল্প বলেছে।সবার উপরে মানুষ সত্য সেটাই এই ছবির প্রধান কনটেন্ট। ধর্ম সবার উপরে হতে পারে না, মানুষের সম্মান আর ভালোবাসা সবার উপরে। ছবি মুক্তির পরে বেশ ভালো লাগছে, দর্শকদের ভালো লেগেছে ছবিটি। সিনেমাহলে হাউসফুল হচ্ছে, খুব ভালো লাগছে নিজেকে”।
অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় জানান “এই ধরণের বার্তামূলক সিনেমা এখন খুব প্রাসঙ্গিক। সমাজে এই ধরনের সিনেমা খুব দরকার। আমাকে রাম পুরোহিতেত চরিত্রে দেখা যাবে সিনেমাতে। সমাজকে একটি ভালো বার্তা দিতে আমাদের এই সিনেমা। ভাল লাগছে দর্শকদের ভাল লাগছে।’’
Manash Basak