TRENDING:

New Bengali Movie: সবার উপরে মানুষ সত্য, কলকাতা শহরের রাস্তায় ফুটে উঠল সেই ছবি

Last Updated:

New Bengali Movie: ছবিতে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে একজন ব্রাহ্মণ পুরোহিতের চরিত্রে। ফতেমা এক গরীব ঘরের মুসলমান বাড়ির মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধর্ম নাকি মনুষ্যত্ব কোনটা বড়? এই প্রশ্নের মুখে মুক্তি পেয়েছে পরিচালক আতিউল ইসলামের ছবি “ফতেমা”। মুক্তির পর বেশ সাফল্যে পেয়েছে এই বাংলা ছবি। আজ কলকাতা শহরে দেখা গেল সেই মিলনের এক অদ্ভুত ছবি। ধর্ম ভুলে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষরা এক র‍্যালির মাধ্যেমে সিনেমা দেখতে গেল।
সমাজকে একটি ভালো বার্তা দিতে আমাদের এই সিনেমা। ভাল লাগছে দর্শকদের ভাল লাগছে।
সমাজকে একটি ভালো বার্তা দিতে আমাদের এই সিনেমা। ভাল লাগছে দর্শকদের ভাল লাগছে।
advertisement

এ যেন এক মহামিলনের ছবি।  সবার উপরে মানুষ সত্য সেই ছবি ফুটে উঠল শহরে। দর্শকদের এক ভালবাসা পেয়ে আপ্লুত পরিচালক আতিউল ইসলাম। বলাই বাহুল্য সবার উপরে মানুষ সত্য সেটা আবার প্রমান হল এই র‍্যালির ছবি দেখে।

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, মুন সরকার, লাবণী সরকার, অনিন্দিতা সোম সহ আরও অনেকে। ছবি মুক্তি পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। হিন্দু মুসলমানের এক বন্ধনের মিলনের গল্প বলেছে এই সিনেমা।

advertisement

আরও পড়ুন –  Ajit Agarkar and Money: না পসন্দ ছিল সিলেক্টরের চাকরি, কোটি কোটির ফাঁদে আগরকরকেই রাজি করাল বোর্ড

ছবিতে অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় দেখা গিয়েছে একজন ব্রাহ্মণ পুরোহিতের চরিত্রে। ফতেমা এক গরীব ঘরের মুসলমান বাড়ির মেয়ে। বাবা রিক্সাচালক, মৃত্যুর পরে অসহায় হয়ে পরে। আশ্রয় নেয় গ্রামের বাম্ভ্রন পুরোহিত রাম দাদার বাড়িতে। একজন মুসলমান বাড়ির মেয়েকে হিন্দু বাম্ভ্রন পুরোহিতের বাড়িতে আশ্রয় এই সমাজ কি মেনে নেবে? নাকি তার পরিনতি হবে ভয়ানক? সেটাই নিয়ে এই সিনেমা।

advertisement

পরিচালক আতিউল ইসলাস জানান “এই সিনেমা একটি বন্ধনের গল্প বলেছে।সবার উপরে মানুষ সত্য সেটাই এই ছবির প্রধান কনটেন্ট। ধর্ম সবার উপরে হতে পারে না, মানুষের সম্মান আর ভালোবাসা সবার উপরে। ছবি মুক্তির পরে বেশ ভালো লাগছে, দর্শকদের ভালো লেগেছে ছবিটি। সিনেমাহলে হাউসফুল হচ্ছে, খুব ভালো লাগছে নিজেকে”।

অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায় জানান “এই ধরণের বার্তামূলক সিনেমা এখন খুব প্রাসঙ্গিক। সমাজে এই ধরনের সিনেমা খুব দরকার। আমাকে রাম  পুরোহিতেত চরিত্রে দেখা যাবে সিনেমাতে। সমাজকে একটি ভালো বার্তা দিতে আমাদের এই সিনেমা। ভাল লাগছে দর্শকদের ভাল লাগছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

Manash Basak

বাংলা খবর/ খবর/বিনোদন/
New Bengali Movie: সবার উপরে মানুষ সত্য, কলকাতা শহরের রাস্তায় ফুটে উঠল সেই ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল