আরও পড়ুনঃ প্রবীণদের সুরক্ষায় কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্প! কারা করতে পারবেন রেজিস্ট্রেশন?
ছবির কেন্দ্রীয় চরিত্র শ্বেতা, পেশায় একজন চিকিৎসক, যার ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। অতীতের ভয়ংকর স্মৃতি ও মানসিক ট্রমা সারাক্ষণ তাড়া করে বেড়ায় তাঁকে। এক রোগী শ্বেতার অতীত জেনে যাওয়ার পরই গল্প নেয় ভয়াবহ মোড়। চারপাশের মানুষদের প্রতি ধীরে ধীরে জন্ম নেয় ঘৃণা ও বিতৃষ্ণা, যা শেষ পর্যন্ত ঠেলে দেয় চরম পরিণতির দিকে। শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ও তার ভয়ঙ্কর রূপই ছবির মূল উপজীব্য।
advertisement
আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ওসিডি’। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় মুখ আর্শিয়া মুখোপাধ্যায়ের। জয়া আহসানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ট্রেলারেই স্পষ্ট, মানসিক অন্ধকারের এক জটিল গল্প বলতে চলেছে ‘ওসিডি’।
