আদিত্য নারায়ণের সঙ্গে গানের মিউজিক ভিডিও লঞ্চ করবেন বলে সে এক কাণ্ড করে বসেছিলেন তিনি। শোয়ের মঞ্চেই আদিত্যর সঙ্গে নিজের বিয়ে ঘোষণা করে দিয়েছিলেন। যদিও পরে জানা যায় সবটাই মিথ্যে! ভিডিওর জন্য প্রচার। এর পর নেহা বাস্তব জীবনে যখন পাঞ্জাবি গায়ক রোহনকে বিয়ে করতে যান, সেই সময় বলিউডের অনেকেই বিশ্বাস করেননি। বলেছিলেন, এটা সতী তো? যদিও বিয়েট সত্যিই করেছিলেন। এর পরেই ফের বাচ্চা হওয়া নিয়ে গুজব ছড়িয়ে, রোহনের সঙ্গে আরও একটি মিউজিক ভিডিও লঞ্চ করেন তিনি। তবে এবার তাঁর কাণ্ড দেখলে অবাক হয়ে যাবেন!
advertisement
নেহা এমনিতে একটুতেই কেঁদে ফেলেন। না নাটক করে নয়, মনটাই নরম তাঁর। কাজের জন্য বেশ কিছুদিন রোহনপ্রীতের থেকে দূরে বিদেশে থাকতে হয় নেহাকে। সেখানে গিয়ে নেহার মাথায় আসে ট্যাটু করাবেন। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু ট্যাটু করাতে গিয়ে একেবারে কেঁদে কেটে একসার নেহা! এমনকি ট্যাটু করার পর বেশ কিছুক্ষণ প্রায় অচৈতন্য হয়ে শুয়ে থাকেন তিনি। রোহনের নাম লেখেন নিজের হাতে। পাঞ্জাবে ফিরে রোহনকে সারপ্রাইজ দিতে চান। কিন্তু তার আগেই নেহার অবস্থা খারাপ হয়ে যায়। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। যদিও রোহনকে ট্যাটু দেখিয়েই কেঁদে ভাসান নেহা!