যদিও এর আগে উদিত নারায়ণের ছেলে আদিত্যর সঙ্গে মিথ্যে বিয়ের নাটক করেছিলেন তিনি। এবং দুজনে মিলে একটি মিউজিক ভিডিও লঞ্চ করেছিলেন বিয়ের আড়ালে। অভিনব প্রচার করেছিলেন নেহা ও আদিত্য। তাই এবারেই নেহা সত্যিই বিয়ে করছেন কিনা তা নিয়ে সকলের মনেই সন্দেহ ছিল। আবার তাঁর রোহনের সঙ্গে বিয়ের ঠিক দুদিন আগে একটি মিউজিক ভিডিও-ও লঞ্চ করেন তাঁরা । 'নেহু দ্য বিহা'। তাই সন্দেহ তো ছিলই। তবে সব জ্বল্পনায় জল ঢেলে সত্যিই বিয়েটা সেরে ফেলেছেন এবার নেহা। হ্যাঁ, শেষমেশ বিয়েটা করেই ফেললেন নেহা কক্কর ৷ অবশেষে ২৪ অক্টোবর চারহাত এক হল নেহার ৷ আর নেহার সেই স্বপ্নের মতো বিয়ে রীতিমতো এখন টক অফ দ্য টাউন ৷ নেহার বিয়ের পোশাক দেখে অনেকেরই চোখ ধাঁধিয়ে গিয়েছে ৷ তবে অনেকেই আবার নেহার বিয়ের পোশাকের সঙ্গে অনুষ্কা, দীপিকা ও প্রিয়াঙ্কার পোশাকের মিল খুঁজে পেয়ে রীতিমতো তাঁকে ট্রোল করতে শুরু করে দিয়েছেন ৷ তবে তাঁকে এই পোশাক উপহার দিয়েছেন ডিজাইনার সব্যসাচী। এক পয়সাও লাগেনি সোনার কাজ করা পোশাক পরতে। সে যাই হোক।
advertisement
বিয়ে তো হয়ে গিয়েছে। এবার রোহনের ঘরেই সুখে আছেন নেহা। কিন্তু জানেন কি বিয়ে শেষ হতে না হতেই রোহনের কাছে নানা কিছু চাইতে শুরু করলেন নেহা। একিরে বাবা ! কয়েকটা দিন যাক ! তারপর না হয় বায়না করলে হবে। কিন্তু কে শোনে কার কথা ! নেহা বলে চলেছেন, শপিং চলো, ডিনারে চলো। আচ্ছা একটা না আমার হাজারটা লেহেঙ্গা চাই ! কি মুশকিল ! তবে রোহন নেহাকে বলছেন, তোমার হাসির জন্য আমি সব পারি।
আসলে রোহন ও নেহা দু'জনেই সঙ্গীত শিল্পী। বিয়ের পর গানটাও দু'জনে জমিয়েই করবেন। এইটিও তেমন একটি গান। পঞ্জাবি ভাষায় গান গাইলেন তাঁরা। তবে দু'জনেই পরে ছিলেন বিয়ের পোশাক। এই ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে প্রেমে একেবারে ডুবে রয়েছেন তাঁরা। ভিডিওটি শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। বহু মানুষ দেখেছেন। এবং শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।
