TRENDING:

‘কাজে মন দিন, নয়তো স্তনকে বাড়িয়ে তুলুন’, বিস্ফোরক নেহা ধুপিয়া

Last Updated:

সম্প্রতি এক সাক্ষাৎকারে হঠাৎ বেশ কিছু বলিউডের নায়িকাদের ওপর ক্ষেপে গেলেন নেহা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এই নেহা ধুপিয়াই একবার বলেছিলেন, ‘বলিউডে একমাত্র বিক্রি হয় শাহরুখ খান ও সেক্স !’ নেহা ধুপিয়ার এই মন্তব্য নিয়ে এক সময় তোলপাড় উঠেছিল বলিউডে ৷ সিনেমায় খুব একটা কামাল দেখাতে না পারলেও, নেহা কিন্তু নিজের বিস্ফোরক মন্তব্য নিয়ে বার বারই খবরে আসেন ৷ তবে ইদানিং অবশ্য নেহা খবরে রয়েছেন অঙ্গদ বেদীর সঙ্গে গোপনে বিয়ে করা নিয়ে বিতর্কে ৷
advertisement

আরও পড়ুন 

শুধুমাত্র এই কারণেই সাত তাড়াতাড়ি গোপনে বিয়ে সেরেছিলেন নেহা ধুপিয়া

তবে সে কথা অন্য ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে হঠাৎ বেশ কিছু বলিউডের নায়িকাদের ওপর ক্ষেপে গেলেন নেহা ৷ যারা নানভাবে প্লাসটিক সার্জারি করে বলিউডে টিকে থাকতে চেহারা বদলেছেন ৷ তাঁদের দিকেই যেন বিদ্রুপ মন্তব্য করে বসলেন নেহা ধুপিয়া ৷

advertisement

তা কী বললেন তিনি ?

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সাক্ষাৎকারে নেহা বলে উঠলেন, ‘বলিউডে ছবি পাওয়ার জন্য শুধুই কাস্টিং কাউচ বা নেপোটিজম লাগে না ৷ লাগে প্লাসটিক সার্জারিও ৷ এমনকী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যও প্লাসটিক সার্জারির কৃপা রয়েছে ৷ বলিউডের এখন একটাই ট্রেন্ড ৷ নিজের কাজে মন দাও, নয়তো স্তন বৃদ্ধি করও !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কাজে মন দিন, নয়তো স্তনকে বাড়িয়ে তুলুন’, বিস্ফোরক নেহা ধুপিয়া