প্রসঙ্গত কিছু দিন আগেই শিরোনামে ছিল রণবীর এবং আলিয়ার নতুন বাড়ি কেনার খবর। মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকায় পালি হিলে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি৷ শোনা যাচ্ছে ২৪৯৭ বর্গফুট আয়তনের ওই ফ্ল্যাটের দাম প্রায় ৩৮ কোটি টাকা৷ তাঁর প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন্সের নামে এই অ্যাপার্টমেন্ট কিনলেন মহেশকন্যা৷ মার্চ মাসের গোড়াতেই হয়ে গিয়েছে নতুন অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশন৷
advertisement
অন্যদিকে রণবীর এবং আলিয়ার নির্মীয়মাণ বাংলোও রয়েছে পালি হিলেই৷ সেখানেই মেয়ে রাহাকে নিয়ে থাকার কথা রালিয়ার৷ তবে বাংলোর অন্দরসজ্জার কাজ এখনও সম্পূর্ণ হয়নি৷ জানা গিয়েছে আগামী বছরের শুরুতে নির্মীয়মাণ বাংলোর কাজ শেষ হবে৷- প্রসঙ্গত আলিয়ার আরও দু’টি ফ্ল্যাট ছিল জুহুতে৷ সম্প্রতি সেই দুটি ফ্ল্যাটই তিনি উপহার দিয়েছেন দিদি শাহিনকে৷ সেই দুটি অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৭ কোটি টাকা৷ আপাতত মা নীতু এবং কন্যা রাহাকে নিয়ে রালিয়া আছেন তাঁদের বাড়ি ‘বাস্তু’-তে৷ এই বাড়িতেই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা৷
মেয়ের জন্মের পর ফের কাজে ফিরেছেন আলিয়া। সিওলে একটি ফ্যাশন শো-এ অংশ নেওয়ার পর সদ্য ফিরেছেন তিনি। এর পর তাঁকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে। রণবীর ব্যস্ত ‘অ্যানিম্যাল’-এর শ্যুটিঙে। কাজে ফিরেছেন নীতুও। গত বছর ‘যুগ যুগ জীয়ো’ ছবি দিয়ে কামব্যাক করেছেন তিনি। এছাড়া রিয়্যালিটি শো-এর মঞ্চেও তিনি নিয়মিত মুখ।