TRENDING:

Nawazuddin Siddiqui Kissing: ২১ বছরের তরুণীকে ঠোঁটঠাসা চুমু ৪৯-এর নওয়াজের! ছবি ফাঁস হতেই ধিক্কার চারদিকে

Last Updated:

Nawazuddin Siddiqui Kissing: বয়সের ব্যবধান ২৮ বছর! তাঁদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুম্বন তো ছবির কারণে। তা সত্ত্বেও কটূক্তি, কটাক্ষে জর্জরিত নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ঠোঁটঠাসা চুম্বনে মত্ত যুগল। পুরুষের বয়স ৪৯ বছর। নারীর বয়স ২১ বছর। বয়সের ব্যবধান ২৮ বছর! তাঁদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না নেটিজেনরা। কিন্তু সেই চুম্বন তো ছবির কারণে। তা সত্ত্বেও কটূক্তি, কটাক্ষে জর্জরিত নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিকু ওয়েডস শেরু’র ট্রেলার।
নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজউদ্দিন সিদ্দিকি
advertisement

আর সেই প্রচার ঝলকেই নওয়াজকে চুম্বন করতে দেখা যায় নায়িকা অভনীত কৌরকে। যার বয়স মাত্র ২১ বছর। চিত্রনাট্যের গল্প অনুযায়ী, এক স্ট্রাগলিং অভিনেতার (নওয়াজ) বাড়ি থেকে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে। পাত্রী (অভনীত কৌর) নিজেও ভোপাল থেকে মুম্বইয়ে গিয়ে বসবাস করতে চান। নায়িকা হওয়ার শখ তারও। নওয়াজকে বিয়ে করে স্বপ্নের শহরে পাড়ি দিতে চান তিনি। আর তাই বিয়েতে রাজি হয়ে যান। তার পর নানা ঘটনার ঘনঘটায় গল্প এগোতে থাকে।

advertisement

আরও পড়ুন: সলমন, কঙ্গনাদের জোর টক্কর! টিভিতে এপিসোড পিছু কত পারিশ্রমিক এই বাঙালি নায়িকা

কিন্তু তাঁদের লিপ লকের ছবি ভাইরাল হতেই চারদিকে ধিক্কার শুরু। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন, ‘ছিঃ কী জঘন্য এটা। ৪৯ বছরের নায়কের সঙ্গে ২১ বছরের অভনীত কেন জুটি বাঁধলেন’, ‘আর নওয়াজকে সমর্থন করতে পারছি না, অনেক হয়ে গিয়েছে ‘বহিরাগত’ ‘বহিরাগত’ খেলা’, ‘খুব নোংরা, যখন এই শ্যুটিং হয়েছে, তখন তো অভনীত মাত্র ২০ বছরের ছিল।’

advertisement

It’s so disappointing to see Avneet Kaur, who is just 21, paired opposite someone who is 49.

by u/EducationalLand220 in BollyBlindsNGossip

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, এই ছবির প্রযোজনায় সাহায্য করেছেন কঙ্গনা রানাউত। কাস্টিংয়ের দায়িত্বও তিনি নিজের কাঁধেই নিয়েছিলেন। ছবির প্রচারে অভনীত তাই কঙ্গনা রানাউতের প্রতি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘‘আমি জানি এই ছবি ম্যামের (কঙ্গনা) জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই এই চরিত্রটিতে নিজেল সর্বস্ব দিয়েছি। আমাকে টিকু হিসেবে বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই তাঁকে এবং প্রথম ছবিতেই কঙ্গনা ম্যাম এবং নওয়াজ স্যারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui Kissing: ২১ বছরের তরুণীকে ঠোঁটঠাসা চুমু ৪৯-এর নওয়াজের! ছবি ফাঁস হতেই ধিক্কার চারদিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল