TRENDING:

এ কেমন রবীন্দ্রসঙ্গীত গাইলেন ইন্দ্রাণী হালদার, সোশ্যাল মিডিয়ায় হলেন ট্রোলড !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনেত্রী হিসেবে তিনি অনবদ্য ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তিনি ৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি যথেষ্ট জনপ্রিয় ৷ কিন্তু সেই ইন্দ্রাণী হালদার যা করলেন...আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন অভিনেত্রী ! কারণটা শুনলে অবাক হবেন আর মজাও লাগবে ৷ মঞ্চে ইন্দ্রাণী হালদার ৷ গাইলেন খুবই পরিচিত রবীন্দ্রসঙ্গীত ৷ আর সেই গান গেয়েই তিনি জোরদার চর্চার শিকার ৷
advertisement

পর্দায় হোক বা পর্দার বাইরে, ইদানিং নায়ক-নায়িকাদের গান গাওয়াটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ অনেকেই খুব সুন্দর গান গাইতে সক্ষম ৷ আবার অনেকেই নন ৷ তবে অনেক সময়ই অনুষ্ঠান মঞ্চে দর্শকদের আবদারে গান গাইতে হয় নায়ক-নায়িকাদের ৷ আর এই করতে গিয়েই বিপাকে ইন্দ্রাণী ! অতি প্রচলিত রবীন্দ্রসঙ্গীত তিনি কেন এমন বেসুরে গাইলেন এবং তার সঙ্গে দিলেন ট্যুইস্ট, সেটাই হয়ে দাঁড়াল আলোচনার বিষয়বস্তু ৷

advertisement

গানটির লিঙ্ক দেওয়া থাকল ৷ নিজেরা শুনে বিচার করুন ৷

সাধারণ মানুষ থেকে তারকা, এই চর্চায় সামিল অনেকেই ৷ গানটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই শুরু হয় কমেন্টসের বন্যা ৷ তবে অভিনেত্রী বিদীপ্তার পোস্ট নজরে আসে বিশেষভাবে ৷ নাম উল্লেখ না করে তিনি লিখেছেন যে জনসমক্ষে এভাবে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছ্যাবলামো বন্ধ হোক ! একইভাবে শিল্পী চৈতালী দাশগুপ্তও বিরক্তি প্রকাশ করেছেন ইন্দ্রাণীর এই পারফরম্যান্সে ৷

advertisement

Photo Courtesy: Facebook

দেখুন কী লিখলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ Photo Courtesy: Facebook

advertisement

পরিচালক অয়ন চক্রবর্তী যা লিখলেন ৷ Photo Courtesy: Facebook

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে একইভাবে রানি রাশমণি সিরিয়াল খ্যাত দিতিপ্রিয়াও একইভাবে ট্রোলড হয়েছিলেন গান গেয়ে ৷ পরে তিনি এই নিয়ে মুখ খুলেছিলেন ৷ তবে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ইন্দ্রাণী হালদার ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এ কেমন রবীন্দ্রসঙ্গীত গাইলেন ইন্দ্রাণী হালদার, সোশ্যাল মিডিয়ায় হলেন ট্রোলড !