পর্দায় হোক বা পর্দার বাইরে, ইদানিং নায়ক-নায়িকাদের গান গাওয়াটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ অনেকেই খুব সুন্দর গান গাইতে সক্ষম ৷ আবার অনেকেই নন ৷ তবে অনেক সময়ই অনুষ্ঠান মঞ্চে দর্শকদের আবদারে গান গাইতে হয় নায়ক-নায়িকাদের ৷ আর এই করতে গিয়েই বিপাকে ইন্দ্রাণী ! অতি প্রচলিত রবীন্দ্রসঙ্গীত তিনি কেন এমন বেসুরে গাইলেন এবং তার সঙ্গে দিলেন ট্যুইস্ট, সেটাই হয়ে দাঁড়াল আলোচনার বিষয়বস্তু ৷
advertisement
গানটির লিঙ্ক দেওয়া থাকল ৷ নিজেরা শুনে বিচার করুন ৷
সাধারণ মানুষ থেকে তারকা, এই চর্চায় সামিল অনেকেই ৷ গানটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই শুরু হয় কমেন্টসের বন্যা ৷ তবে অভিনেত্রী বিদীপ্তার পোস্ট নজরে আসে বিশেষভাবে ৷ নাম উল্লেখ না করে তিনি লিখেছেন যে জনসমক্ষে এভাবে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছ্যাবলামো বন্ধ হোক ! একইভাবে শিল্পী চৈতালী দাশগুপ্তও বিরক্তি প্রকাশ করেছেন ইন্দ্রাণীর এই পারফরম্যান্সে ৷
এর আগে একইভাবে রানি রাশমণি সিরিয়াল খ্যাত দিতিপ্রিয়াও একইভাবে ট্রোলড হয়েছিলেন গান গেয়ে ৷ পরে তিনি এই নিয়ে মুখ খুলেছিলেন ৷ তবে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ইন্দ্রাণী হালদার ৷