'আরআরআর'-এর এই জয়ে আপ্লুত গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে তিনি ট্যুইট করে লেখেন, 'এ এক অভূতপূর্ব সাফল্য।' ছবির শিল্পী এবং কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর কথায়, 'এই সম্মান প্রত্যেকটি ভারতীয়কে গর্বিত করেছে।'
শুধু প্রধানমন্ত্রীই নন। রাজামৌলি এবং তাঁর দলবলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাটের মতো তারকারাও। ট্যুইট করে কিং খান লিখেছেন, 'ঘুম থেকে উঠেই নাটু নাটু গানে নেচে গোল্ডেন গ্লোব জয়ের আনন্দ উদযাপন করেছি। এ রকম আরও অনেক পুরস্কার আসবে। আপনারা আবার ভারতকে গর্বিত করবেন।'
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন এম এম কিরাবাণী। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি বলেন, 'এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির'। এই গানে অভূতপূর্ব এনার্জি নিয়ে নাচার জন্য ছবির দুই নায়ক রাম চরণ এবং জুনিয়র এনটিআরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।